শুক্রবার, ৫ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

চার ধাপ উন্নতি

চার ধাপ উন্নতি

ইংলিশ বংশোদ্ভূত জেমি ডে-এর কোচিংয়ে জয় দিয়ে বছর শুরু করেছে বাংলাদেশ। মার্চে কম্বোডিয়াকে হারিয়েছে তাদের মাটিতে। এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপে জয় পেয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে। লড়াই করে হেরেছে বাহরাইন ও ফিলিস্তিনের কাছে। এমন ধারাবাহিক পারফরম্যান্সের ফলও পেয়েছে বাংলাদেশ। র‌্যাঙ্কিংয়ে এগিয়েছে চার ধাপ। গত ফেব্রুয়ারিতে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের স্থান ছিল ১৯২ নম্বরে। গতকাল ফিফা ঘোষিত সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের নতুন অবস্থান এখন ১৮৮। কম্বোডিয়াকে হারানোয় ২ র‌্যাঙ্কিং পয়েন্ট পেয়ে এখন মোট পয়েন্ট ৯০৯। এশিয়ার দেশগুলোর মধ্যে সবার উপরে ইরান, ২১ নম্বরে। সাফের দেশগুলোর মধ্যে সবার উপরে ভারত ১০১, মালদ্বীপ ১৫১, নেপাল ১৬১, ভুটান ১৮৬, পাকিস্তান ২০০ ও শ্রীলঙ্কা ২০২। ফিফা র‌্যাঙ্কিংয়ে সবার উপরের দল বেলজিয়াম।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর