বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

জয় দিয়ে প্রথমপর্ব শেষ করতে চায় বসুন্ধরা কিংস

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে প্রথমপর্বে শীর্ষে থাকা নিশ্চিত করেছে বসুন্ধরা কিংস। সাইফ স্পোর্টিংকে হারিয়ে ৩১ পয়েন্টে সেরা অবস্থানে রয়েছে। ঢাকা আবাহনী ১২ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে প্রথমপর্ব শেষ করেছে। আজ নীলফামারীতে শেখ কামাল স্টেডিয়ামে বসুন্ধরা কিংস প্রথমপর্বের শেষ ম্যাচ খেলবে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে। জিতলে পয়েন্ট দাঁড়াবে ৩৪ পয়েন্ট। অর্থাৎ আবাহনীর চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে থেকে দ্বিতীয়পর্ব শুরু করবে কিংস। ড্র বা হারলেও শীর্ষে থাকবে ড্যানিয়েল কলিনড্রেসরা।

লিগে সবাই হারলেও কিংসই শুধু অপরাজিত রয়েছে। টিম বিজেএমসির সঙ্গে ড্র করে ২ পয়েন্ট নষ্ট করেছে। শক্তির বিচারে ম্যাচে বসুন্ধরাই ফেবারিট।

চট্টগ্রাম আবাহনী শিরোপা রেসের বাইরে চলে গেছে। তবু সতর্ক হয়ে মাঠে নামবে কিংস। শেখ রাসেল ক্রীড়াচক্র ১১ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে। ২০ এপ্রিল তারা টিম বিজেএমসির বিপক্ষে প্রথম পর্বের শেষ ম্যাচ খেলবে। আজ  নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে শেখ জামাল ধানমন্ডি ও নোফেল স্পোর্টিং লড়বে। ২০ এপ্রিল প্রিমিয়ার লিগের প্রথমপর্ব শেষ হবে।

সর্বশেষ খবর