রবিবার, ২ জুন, ২০১৯ ০০:০০ টা

শঙ্কামুক্ত তামিম ইকবাল

ক্রীড়া প্রতিবেদক, লন্ডন থেকে

শঙ্কামুক্ত তামিম ইকবাল

অনুশীলনের সময় হাতে ব্যথা পেয়ে ভয় পাইয়ে দিয়েছিলেন তামিম ইকবাল। স্ক্যান করার পর জানা গেল, ড্যাসিং ওপেনারের হাতে কোনো রকম চিড় ধরেনি। তামিম এখন শঙ্কা মুক্ত। তারপরও ফিজিওর সার্বক্ষণিক তত্বাবধানে আছেন। গতকাল মাঠে এসে অনেক সময় ধরে ব্যাটিং অনুশীলনও করেছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আজ বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে ওভালে মাঠে নামছে বাংলাদেশ। এমন ম্যাচে দলের সেরা ব্যাটসম্যান না থাকলে হয়? তা ছাড়া ঢাকার পর ইংল্যান্ডেই খেলতে সবচেয়ে বেশি পছন্দ করেন ড্যাসিং ওপেনার। ওভাল যেন এ তারকা কাছে মিরপুরের মতো। এই মাঠে ২০১৭ সালে দুটি দুর্দান্ত ইনিংস রয়েছেন তার। ইংল্যান্ডের বিরুদ্ধে ১২৮ এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯৫ রান। সেই তামিমের ইনজুরি যেন পুরো দলকেই চিন্তায় ফেলে দিয়েছিল। কিন্তু ড্যাসিং ওপেনার শঙ্কা মুক্ত হওয়ায় হাসি ফুটেছে অধিনায়কের মুখেও।

গতকাল সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘তামিম ব্যাটিং করছে। সাইফউদ্দিনকেও দেখা হবে তার কি অবস্থা। ফিজিও সিদ্ধান্তের ওপরই সব নির্ভর করছে।’ তবে ক্যাপ্টেন সরাসরি না বললেও খেলার জন্য তামিম প্রায় শতভাগ প্রস্তুত। সাইফউদ্দিনও অনুশীলন করছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আজকের মাশরাফি যে সেরা একাদশই পাচ্ছেন, সেটা প্রেস কনফারেন্সে তার হাসি দেখেই অনুমান করা গেছে। এছাড়া মুস্তাফিজুর রহমান ও মাহমুদুল্লাহ রিয়াদের সামান্য ইনজুরি ছিল। গতকাল কাটার মাস্টারকে ফুল রানআপে বোলিং করতে দেখেই বোঝা গেছে তার সমস্যা আর নেই। তবে মাহমুদুল্লাহ রিয়াদ বোলিং করতে পারবেন না। অবশ্য তার বোলিংয়ের দরকারও। মাহমুদুল্লাহ রিয়াদের বিকল্প হিসেবে যাতে পার্টটাইম বোলিং করতে পারেন সাত নম্বরে এমন একজনকে চিন্তা করছে টিম ম্যানেজমেন্ট।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর