মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় শেষ পর্যন্ত ভারত ও পাকিস্তান যুদ্ধ বন্ধে সম্মত হয়েছে। যুদ্ধের জন্য স্থগিত হয়েছে আইপিএল ও পিএসএল। ঝুলে গেছে বাংলাদেশের পাকিস্তান সফর। লিটন দাসের নেতৃত্বে পাকিস্তানের মাটিতে পাঁচ ম্যাচে টি-২০ সিরিজ খেলতে যাওয়ার কথা বাংলাদেশের। অবশ্য পাকিস্তান সফরের আগে সংযুক্ত আরব আমিরাতে দুই ম্যাচের টি-২০ সিরিজ রয়েছে লিটন বাহিনীর। সেটা নির্ধারিত সময়েই খেলবে। দুই প্রতিবেশীর যুদ্ধে পরিস্থিতি এতটাই মারাত্মক আকার ধারণ করেছে যে লিটন-নাজমুল শান্তদের পাকিস্তান সফর পুরোটাই অন্ধকারে ডুব দিয়েছে। গতকাল সিরিজ নিয়ে জুম মিটিংয়ে বসেছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও পরিচালকরা। ওই মিটিংয়ে পাকিস্তান সিরিজ নিয়ে বিস্তর আলোচনা হয়। আলোচনায় পাকিস্তান সিরিজ স্থগিতের বিষয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত নেয়নি। আলোচনা শেষে বিসিবি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, ‘খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের নিরাপত্তাই বিসিবির কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ। পাকিস্তান সফর নিয়ে যে কোনো সিদ্ধান্ত পাকিস্তানের বর্তমান পরিস্থিতি সতর্কতার সঙ্গে বিবেচনা করে নেওয়া হবে, যেটা বাংলাদেশ ক্রিকেট ও দলের সর্বোচ্চ স্বার্থ দেখবে।’ তত্ত্বাবধায়ক সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বর্তমান পরিস্থিতিতে পাকিস্তান সফরকে ঝুঁকিপূর্ণ বলেছেন।
গতকাল মিরপুরের জাতীয় সুইমিং কমপ্লেক্সে সাঁতার ফেডারেশনের অনুষ্ঠানে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘বর্তমানে যে পরিস্থিতি, এর মধ্যে কোনো প্রকার ঝুঁকি নেওয়া ঠিক হবে না। পাকিস্তান এম্বাসি থেকেও আমাদের নিরাপত্তাঝুঁকির বিষয়টি জানিয়েছে। বিসিবি চূড়ান্ত সিদ্ধান্তটা জানাবে।’ গতকালের জুম মিটিংয়ে আনুষ্ঠানিকভাবে অবশ্য পাকিস্তান সিরিজে যাওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি বিসিবি। তবে আরব আমিরাতে ১৭ ও ১৯ মে দুটি টি-২০ ম্যাচ খেলবে বাংলাদেশ। এজন্য ১৪ মে ঢাকা ছাড়বে।