সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

অলিম্পিকের স্বপ্ন দেখাচ্ছেন সানা

ক্রীড়া প্রতিবেদক

অলিম্পিকের স্বপ্ন দেখাচ্ছেন সানা

১৯৯০ কমলওয়েলথ গেমসে আতিক নিনি। ২০০২ সালে একই গেমসে আসিফের সোনা জয়টা নিঃসন্দেহে বড় প্রাপ্তি। শুটিংয়ে এ দুই সাফল্যের পর কোনো গেমসেই একক ইভেন্টে বাংলাদেশের ক্রীড়াবিদরা হতাশা ছাড়া কিছুই দিতে পারছিলেন না। শেষ পর্যন্ত বাজিমাত করল কি না আরচারি। বেশি দিনের কথা নয় কাজী রাজিব উদ্দিন আহমেদ চপলের হাত ধরে দেশে এ অপরিচিত খেলার আত্মপ্রকাশ ঘটে। তখন অনেকেই তিরস্কারের সুরে বলেছিলেন এ পাগলামির মানে কি? চপল কিন্তু বলেছিলেন দেখবেন এই অচেনা আরচারিই এক দিন দেশের জন্য সুনাম কুড়িয়ে আনবেন।

যেমন কথা তেমনি কাজ। ক্রীড়াঙ্গনে এমন আলোড়ন তুলেছে আরচারি। খুব বেশিদিন হয়নি দেশে আরচারির অভিষেকের। অথচ এই খেলায় কি না স্বপ্ন দেখাচ্ছে বাংলাদেশের প্রথম অলিম্পিকের পদক জয়ের। আর তা নিঃসন্দেহে তরুণ আরচার রোমান সানাকে ঘিরে। ইসলামি সলিডারিটি, সাউথ এশিয়ান ছাড়িয়ে বিশ্ব মঞ্চেও আলো ছড়াচ্ছেন সানা। দেশের হয়ে সুনাম আনছেন সানাই। চলতি বছর জুনে নেদারল্যান্ডে বিশ্ব আরচারি চ্যাম্পিয়নশিপে তামা জেতেন সানা। বিশ্বে কোনো ক্রীড়ায় বাংলাদেশের এটি ছিল প্রথম কোনো পদক জয়। তাও আবার সানা হারান আগের বার বিশ্বচ্যাম্পিয়ন কিউ উজিকে হারিয়ে। এরপর আবার এশিয়া জয়। সানার এ কৃতিত্বে বাংলাদেশ এখন স্বপ্ন দেখছে অলিম্পিকে পদক জয়ের। যদিও সানা বলেছেন আমার ভাবনায় এখন শুধুই এস এ গেমস। 

সর্বশেষ খবর