শিরোনাম
বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

বিশ্বকাপে মুখোমুখি আর্জেন্টিনা-জার্মানি

সবমিলিয়ে গত রাতের ম্যাচটি ছাড়া ২২ বার আন্তর্জাতিক ফুটবলে মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও জার্মানি। এর মধ্যে ১০ বারই জিতেছে আর্জেন্টিনা। জার্মানি জিতেছে ৮ বার। অবশ্য এর মধ্যে একটি ম্যাচে গোলশূন্য ড্রয়ের পর টাইব্রেকারে জিতেছে জার্মানি। বাকি চারটি ড্রতে শেষ হয়েছে। সবমিলিয়ে আর্জেন্টিনা এগিয়ে থাকলেও বিশ্বকাপের লড়াইয়ে অনেকটা পিছিয়ে। দুই দল বিশ্বকাপে মোট সাতবার মুখোমুখি হয়েছে। এর মধ্যে জার্মানি সরাসরি চারবার জিতেছে। একবার জিতেছে টাইব্রেকারে। আর্জেন্টিনা জিতেছে কেবল একবার। একবার ড্র হয়েছে। দুই দল বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি হয় ১৯৫৮ সালের গ্রুপ পর্বে। সেবার পশ্চিম জার্মানি জিতে ৩-১ ব্যবধানে। এরপর ১৯৬৬ সালের গ্রুপপর্বে দুই দল গোল শূন্য ড্র করে। ১৯৮৬ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা জিতে ৩-২ ব্যবধানে। ১৯৯০ বিশ্বকাপের ফাইনালে পশ্চিম জার্মানি জিতে ১-০ গোলে। এরপর ২০০৬ ও ২০১০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে এবং ২০১৪ বিশ্বকাপের ফাইনালেও আর্জেন্টিনাকে হারায় জার্মানি।

সর্বশেষ খবর