শনিবার, ১৯ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

নতুন করে শুরুর অপেক্ষায় আল-আমিন

‘হারানোর কিছু নেই। এবার সুযোগ পেয়েছি। জিরো থেকে সবকিছু শুরু করতে চাই।’

ক্রীড়া প্রতিবেদক

নতুন করে শুরুর অপেক্ষায় আল-আমিন

অপেক্ষায় থাকতে থাকতে একসময় ক্লান্ত হয়ে পড়েছিলেন। লাল-সবুজ জার্সি গায়ে খেলার আশা ছেড়েই দিয়েছিলেন। কিন্তু সাড়ে তিন বছর পর ফিরছেন জাতীয় দলে। ফিরেছেন ভারতের বিপক্ষে তিন ম্যাচ টি-২০ সিরিজে। এক-দুটি ম্যাচ খেলে হারিয়ে যেতে রাজি নন। আন্তর্জাতিক আঙিনায় ধারাবাহিক পারফরম্যান্সে থিতু হতে চান জাতীয় দলে। পুরনো দিনগুলো মনে রেখে আবার শুরু করতে চান নতুন করে।

ক্যারিয়ারে টেস্ট খেলেছেন ৬টি, ওয়ানডে ১৪টি আর টি-২০ ম্যাচ ২৫টি। টি-২০ বিশ্বকাপ বাছাই পর্বে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ম্যাচে তার পারফরম্যান্স খুব খারাপ ছিল না। মুস্তাফিজ ৫ উইকেট নিয়েছিলেন ম্যাচটিতে। আল-আমিনের বোলিং স্পেল ছিল ৪-০-২৭-২। জাতীয় ক্রিকেটে খুলনার পক্ষে খেলার সময় জানতে পারেন নির্বাচক প্যানেল আস্থা রেখেছেন তার ওপর। সাড়ে তিন বছর পর জাতীয় দলে ফিরে উচ্ছ্বসিত আল-আমিন আবার নতুন করে শুরু করতে চান, ‘আন্তর্জাতিক ক্রিকেটে ভালো করেছি, খারাপও করেছি। তারপর অনেকদিন বাইরে ছিলাম। লম্বা সময় বাইরে থাকায় মনে হয়েছে, হারানোর কিছু নেই। এবার সুযোগ পেয়েছি। জিরো থেকে সবকিছু শুরু করতে চাই।’

সর্বশেষ খবর