বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

দিবালার ম্যাজিকে জুভেন্টাসের স্বস্তি

ক্রীড়া ডেস্ক

হারতে বসেছিল জুভেন্টাস নিজেদের মাঠে লোকাসোতিভ মস্কোর দুর্গে চাপ অব্যাহত রাখলেও গোলের দেখা পাচ্ছিল না স্বাগতিকরা। অবশ্য জালে বল পাঠানোর মতো পরিকল্পিত আক্রমণও ছিল না। ঝিমানো খেলায় নিজ দলকে জ্বলে উঠতে সমর্থন জোগাচ্ছিল জুভেন্টাস সমর্থকরা। তবু কাজ হচ্ছিল না, বরং পুরো গ্যালারি নিস্তেজ করে দেয় মিভানচুক। ৩০ মিনিটে খেলার ধারার বিপরীতে এগিয়ে যায় অতিথিরা। ডিফেন্ডার লিওনার্দো বোনুচিকে পেছনে ফেলে ডি-বক্সে ঢুকে যাওয়া জোয়াও ম্যারিওর শট ঠেকিয়ে দেন গোলরক্ষক ভয়চেক স্ট্যাসলি। কিন্তু বিপদমুক্ত করতে পারেননি। ফিরতি বল ফাঁকায় পেয়ে হাফ ভলিতে গোল করেন রুশ মিডফিল্ডার আলেসকেই মিবানচুক।

ম্যাচে সমতা ফিরতে দ্বিতীয়ার্ধে জুভেন্টাস সেইভাবে খেলতে পারছিল না। কেমন জানি এলোমেলো খেলা খেলছিল ইতালিয়ান চ্যাম্পিয়নরা। শেষ পর্যন্ত জ্বলে ওঠেন দলের আর্জেন্টাইন তারকা দিবালা। ৭৭ মিনিটেই হুয়ান কুয়াদরাফের পাস পেয়ে ডি-বক্সের বাইরে থেকে বুলেট শটে ম্যাচে সমতা ফেরান দিবালা। দুই মিনিট পর আবারও তার গোল। পিছিয়ে থাকা জয়ের স্বস্তি নিয়েই মাঠ ছাড়ে। তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে জুভেন্টাস। সমান ম্যাচে সমান পয়েন্ট হলেও গোল পার্থক্য শীর্ষে আছে অ্যাথলেটিকো মাদ্রিদ।

সর্বশেষ খবর