শনিবার, ৯ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

ম্যানইউর অপেক্ষায় আর্সেনাল

ক্রীড়া ডেস্ক

ম্যানইউর অপেক্ষায় আর্সেনাল

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে চলতি মৌসুমে খেলার সুযোগ পায়নি ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনাল। গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষ চারে না থাকায় দুই ক্লাব এবার খেলছে উয়েফা ইউরোপা লিগে। গত বৃহস্পতিবার সার্বিয়ান ক্লাব পার্টিজান বেলগ্রেডকে ৩-০ গোলে হারিয়েছে রেড ডেভিলরা। এ জয়ে এল গ্রুপে চার ম্যাচে ১০ পয়েন্ট সংগ্রহ করে নকআউট পর্ব নিশ্চিত করেছে ম্যানইউ। রেড ডেভিলদের পক্ষে ১টি করে গোল করেছেন ম্যাসন গ্রিনউড, অ্যান্থনি মার্শাল ও মারকোস র‌্যাশফোর্ড। বৃহস্পতিবার ম্যানইউ জিতলেও ড্র করেছে আর্সেনাল। গানাররা ১-১ গোলে ড্র করেছে পর্তুগিজ ক্লাব ভিটোরিয়ার সঙ্গে। এ ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে এফ গ্রুপের শীর্ষে থাকলেও নকআউট পর্ব নিশ্চিত করতে আরও অন্তত একটি ম্যাচ জিততে হবে আর্সেনালকে। বার্সেলোনার শহুরে ক্লাব এসপানিওল গোল উৎসব করেছে ইউরোপা লিগে। তারা নিজেদের মাঠে ৬-০ গোলে হারিয়েছে লুডোগোরেটসকে। এ জয়ে ১০ পয়েন্ট সংগ্রহ করে এইচ গ্রুপ থেকে নকআউট পর্ব নিশ্চিত করেছে এসপানিওল। এ ছাড়া স্প্যানিশ ক্লাব সেভিয়া ‘এ’ গ্রুপ থেকে ১২ পয়েন্ট নিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে। তারা বৃহস্পতিবার ৫-২ গোলে হারিয়েছে লুক্সেমবার্গের ডুডেল্যাঞ্জকে। এ ছাড়া নকআউট পর্ব নিশ্চিত করেছে সুইস ক্লাব এফসি ব্যাসেল ও স্কটিশ ক্লাব সেলটিক। ব্যাসেল ২-১ গোলে হারিয়েছে গেটাফেকে। ইতালিয়ান ক্লাব লেজিওকে ২-১ গোলে হারিয়েছে সেলটিক।

সর্বশেষ খবর