শিরোনাম
সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

আরচারিতে সোনালি দিন

ক্রীড়া প্রতিবেদক

আরচারিতে সোনালি দিন

এসএ গেমসে ১৪ সোনা জয় করে দেশের বাইরে সেরা সাফল্য পেয়েছে বাংলাদেশ। শুধু তাই নয়, একদিনে ৭ সোনা জিতে গেমস ইতিহাসে নিজেদের রেকর্ড ভেঙেছে বাংলাদেশ। এর আগে ২০১০ সালে ঢাকায় একদিনে ৫ সোনা জিতেছিল। যে অবস্থা দাঁড়িয়েছে তাতে যেমন ইতিহাসে বাংলাদেশ সর্বোচ্চ ১৮ সোনার রেকর্ড ভেঙেও যেতে পারে। আসলে গতকালকের দিনটি আরচারদের। ছয় সোনা জিতে সোনালি দিন অক্ষরে লিখে ফেলেছে। রিকার্ভ পুরুষ দলে ইভেন্টে রোমান সানা, তামিমুল ইসলাম ও হাকিম আহমেদের প্রথম সোনা পান। মেয়েদের রিকার্ভ দলগত ইভেন্টে ইতি খাতুন, মেহনাজ আক্তার ও বিউটি রায় সোনা পান। রিকার্ভ মিশ্র ইভেন্টে রোমান সানার সঙ্গী ছিলেন ইতি খাতুন। ছেলেদের কম্পাউন্ড দলগত ইভেন্টে ভুটানকে হারায় বাংলাদেশ। মেয়েদের কম্পাউন্ড ও কম্পাউন্ট মিশ্র দলগত ইভেন্টেও সোনা আসে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর