মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

জয়ে বছর শেষ লিভারপুলের

ইংলিশ ফুটবলে জায়ান্ট লিভারপুল। বিশ্ব জুড়েই যাদের খ্যাতি। অথচ অলরেড খ্যাত এ দলটি লিগে চ্যাম্পিয়ন হতে ভুলে গিয়েছিল। গত মৌসুমে দুর্দান্ত খেললেও রানার্সআপে সন্তুষ্ট থাকতে হয়। এবার বড় কোনো অঘটন না ঘটলে ইংলিশ প্রিমিয়ার লিগের ট্রফি তাদেরই ঘরে যাবে। এখনই ধরাছোঁয়ার বাইরে চলে গেছে তারা। ১৯ ম্যাচে ১৮ জয়ে তাদের পয়েন্ট ৫৫। ড্র করে একমাত্র হোঁচট খায় ম্যানচেষ্টার ইউনাইটেডের বিপক্ষে। এক ম্যাচ বেশি খেলে লেস্টার সিটি ৪২ নিয়ে দ্বিতীয়। বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেষ্টার সিটির আরও করুণ হাল। ৪১ পয়েন্টে তাদের অবস্থান তিনে। রবিবার অ্যানফিল্ডে লিভারপুল ১-০ গোলে হারায় উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে। বছরটা শেষ করল জয় দিয়ে। উলভারহ্যাম্পটনও সমানতালে লড়ে। ৪২ মিনিটে এগিয়ে যায় লিভারপুল। সাদিও মানে গোল করেন। এটি তার লিগে দশম গোল, যা এখন পর্যন্ত লিভারপুলের পক্ষে সর্বোচ্চ। বিরতির খানিক আগে গোলও করে  বসেন উলভার হ্যাস্পটনের পর্তুগিজ ফরোয়ার্ড পেদ্রো নেতো। কিন্তু ভিএআরে অফসাইড ধরা পড়লে সেই গোল বাতিল হয়ে যায়। এদিকে  আগের ম্যাচে উলভার হ্যাম্পটনের কাছে হারা ম্যানচেস্টার সিটি জয়ে ফিরেছে। তারা ২-০ গোলে হারায় শেফিল্ড ইউনাইটেডকে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর