বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা
মোহামেডানের ঐতিহ্য নাকি রহমতগঞ্জের ইতিহাস

ফেডারেশন কাপ সেমিফাইনাল আজ

ক্রীড়া প্রতিবেদক

ফেডারেশন কাপে তারকা ও শক্তির বিচারে এবার শেখ রাসেল ক্রীড়াচক্র, ঢাকা আবাহনী, চট্টগ্রাম আবাহনীর সেমিফাইনাল খেলার সামর্থ্য ছিল। সেখানে কিনা শুধু টিকে আছে বসুন্ধরা কিংস। শেখ রাসেল তো গ্রুপ থেকে বিদায়। চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী, চট্টগ্রাম আবাহনী আর সাইফের মিশন শেষ হয়ে যায় শেষ আটে। বসুন্ধরার পাশাপাশি ফাইনাল ওঠার লড়াইয়ে জায়গা করে নিয়েছে মোহামেডান, রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস ও পুলিশ এফসি। অবশ্য তারা যোগ্যতা দিয়েই লড়াইয়ে টিকে আছে।

       আজ টিভিসি ফেডারেশন কাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে মোহামেডান ও রহমতগঞ্জ। বিকেল ৪ টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। রহমতগঞ্জ টাইব্রেকারে ১১ বারের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনীকে হারায়। অন্যদিকে চট্টগ্রাম আবাহনীকে ২-০ গোলে হারিয়ে চার বছর পর শেষ চারে জায়গা করে নেয় মোহামেডান। ১৯৮১ সালে দ্বিতীয় আসরের সেমিফাইনালে দুই দল মুখোমুখি হয়। সেই ম্যাচে সালাম মুর্শেদীর হ্যাটট্রিকে মোহামেডান ৪-০ গোলে জয়ী হয়। সে হিসাব এখন অচল। আজকের ম্যাচে কে যে জিতবে বলা মুশকিল। তবে পারফরম্যান্সের বিচারের মোহামেডানকে কিছুটা হলেও এগিয়ে রাখা যায়। তারা গতিময় ফুটবল খেলছে। বিশেষ করে মালির সোলায়মান দিয়াবাতে যে নৈপুণ্য প্রদর্শন করছেন তা প্রতিপক্ষদের আতঙ্ক ধরিয়ে দেয়। রহমতগঞ্জও ছন্দময় খেলা খেলছে। গ্রুপ পর্বে সাইফ ও শেখ জামালের বিপক্ষে ড্র করেছে। এরপর আবার আবাহনী। রহমতগঞ্জ আজ জিতলে ফেডারেশন কাপ ইতিহাসে প্রথমবারের মতো ফাইনাল খেলবে। অন্যদিকে মোহামেডান জিতলে ১৫ বারের মতো ফাইনাল খেলবে। ২০০৯ সালের পর তারা আর ফাইনাল খেলতে পারেনি।

সর্বশেষ খবর