সোমবার, ১৩ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

মা সেরেনার প্রথম শিরোপা

ক্রীড়া ডেস্ক

মা সেরেনার প্রথম শিরোপা

গত তিন বছরে অনেক কঠিন সময় গেল মেয়েদের টেনিসে ইতিহাসের অন্যতম সেরা সেরেনা উইলিয়ামসের। গ্র্যান্ডস্লাম তো বটেই, এমনকি কোনো ডব্লিউটিএ টুর্নামেন্টও জিততে পারছিলেন না তিনি। মা হওয়ার পর থেকেই শিরোপা খরায় ভুগতে থাকা উইলিয়ামস পরিবারের এ ছোট মেয়ে অবশেষে দীর্ঘ প্রায় তিন বছর পর শিরোপার দেখা পেলেন। অকল্যান্ড ক্ল্যাসিকের ফাইনালে স্বদেশি জেসিকা পেগুলাকে ৬-৩, ৬-৪ গেমে হারিয়েছেন ২৩টি গ্র্যান্ডস্লামজয়ী সেরেনা। ২০১৭ সালে অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পর এই প্রথম কোনো শিরোপা জিতলেন তিনি। সব মিলিয়ে এটি তার ৭৩তম ডব্লিউটিএ শিরোপা। চ্যাম্পিয়ন হয়ে ৪২ হাজার ডলার জিতেছেন তিনি। আর পুরো অর্থই দিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ার দাবানলে ক্ষতিগ্রস্তদের সাহায্যে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর