সোমবার, ১৩ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

চ্যাম্পিয়ন হলেই ১ লাখ ডলার

ক্রীড়া প্রতিবেদক

চ্যাম্পিয়ন হলেই ১ লাখ ডলার

১৫ জানুয়ারি থেকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মাঠে গড়াচ্ছে ৬ষ্ঠ বঙ্গবন্ধু গোল্ড কাপ। এবারের টুর্নামেন্টের গুরুত্বই আলাদা। জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্মশ্তবার্ষিকী উপলক্ষে বাফুফে যে কর্মসূচি হাতে নিয়েছে তার শুরুটা হচ্ছে বঙ্গবন্ধু গোল্ড কাপের মাধ্যমে। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন চান এবার বাংলাদেশ্ চ্যাম্পিয়ন হয়ে আসরটিকে স্মরণীয় করে রাখতে। জামাল ভূঁইয়াদের উদ্দেশে সালাউদ্দিন বলেন, আমার বিশ্বাস তোমরা এবার দেশ্কে শিরোপা উপহার দেবে। তাই ঘোষণা দিচ্ছি চ্যাম্পিয়ন হলেই ১ লাখ ডলারের আর্থিক পুরস্কার দেওয়া হবে পুরো দলকে। বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় ৮৫ লাখ টাকা। রানার্স আপ হলে পাবে ৫০ হাজার ডলার।

সর্বশেষ খবর