রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

থমকে বিশ্ব ক্রীড়াঙ্গন...

প্রাণঘাতী করোনাভাইরাসের আক্রমণে শুধু চীন নয় গোটা পৃথিবীই আতঙ্কিত। ক্রীড়াঙ্গনেও নেমে এসেছে বিপর্যয়। এই রোগে চীনের ঘরোয়া ফুটবলে সেরা আসর চাইনিস সুপার লিগের ভবিষ্যৎ অনিশ্চিত। ইতিমধ্যে দেশটির ফুটবল ফেডারেশন লিগ স্থগিত করে দিয়েছে। আগামী ২২ ফেব্রুয়ারি থেকে লিগ শুরু হওয়ার কথা ছিল।

বিদেশি ফুটবলার চীনের বিভিন্ন ক্লাবে খেলে থাকেন। এ অবস্থায় তারা চীনে যেতে আগ্রহী নন। ১৩ মার্চ থেকে দুই দিনব্যাপী নানজিংসে শুরু হওয়ার কথা ছিল বিশ্ব ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ। এ আসরও পিছিয়ে দেওয়া হয়েছে এক বছর। এপ্রিলের তৃতীয় সপ্তাহে সাংহাইতে ফর্মুলা ওয়ার্ন রেসিংয়ের গ্র্যান্ড প্রিক্স অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা নিয়েও সংশয় রয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর