বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

হোয়াইটওয়াশের বদলা

ক্রীড়া ডেস্ক

হোয়াইটওয়াশের বদলা

একেই বলে বদলা। টি-২০ সিরিজে ৫-০ ব্যবধানে জয়ী হয়ে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছিল ভারত। ভাগ্যের কি নির্মম পরিহাস। সেই ভারতই কিনা ওয়ানডে সিরিজে টানা তিন ম্যাচে ধরাশায়ী হলো স্বাগতিকদের কাছে। হোয়াইটওয়াশের এ-এক দারুণ বদলা। আগেই দুই ম্যাচ হেরে কোহলিরা গতকাল মাঠে নেমেছিলেন হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে। কিন্তু তা আর হলো না। বিজয় উৎসবে মেতেছে নিউজিল্যান্ডই।  প্রথমে ব্যাট করতে নেমে লোকেশ রাহুলের সেঞ্চুরিতে ভারত প্রায় ৩০০ রানের কাছাকাছি যায়। ২৯৬ রানে তাদের ইনিংস থেমে যায়। ১১৩ বলে ৯ চার ও ২ ছক্কায় রাহুল করেন ১১২ রান। ক্যারিয়ারে এটি তার চতুর্থ সেঞ্চুরি। শ্লেয়াস আইয়ার ৬২ বলে ৪৩ মনিশ পান্ডে ৪৮ বলে ৪২ করেন। ৬৪ রানে ৪ উইকেট নিয়ে বেনেটই স্বাগতিক সেরা বোলার। ২৯৭ রানের লক্ষ্যে খেলতে নেমে নিউজিল্যান্ড খুব একটা চাপে পড়েনি। ৪৭.১ ওভারে তারা ৫ উইকেটে ৩০০ রান তুলে নেয়।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর