বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

ঢাকায় মুমিনুলরা

ক্রীড়া প্রতিবেদক

বিশ্বচ্যাম্পিয়ন অনূর্ধ্ব-১৯ দলকে বরণ করতে সাজ সাজ রব। লাল-নীল বাতিতে সেজেছে মিরপুর স্টেডিয়াম। আজ দেশে ফিরবেন বিশ্বজয়ী ক্রিকেটাররা। অথচ গতকাল সবার অগোচরে দেশে ফিরেছেন মুমিনুল, মাহমুদুল্লাহরা। পাকিস্তানের রাওয়ালপিন্ডি টেস্ট খেলে ফিরেছেন টাইগার ক্রিকেটাররা। সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে এপ্রিলের ১ তারিখ করাচি যাবে ক্রিকেট দল। সেই টেস্টে একাধিক নতুন মুখ দেখা যেতে পারে- এমনটাই ইঙ্গিত মিলেছে বিসিবি থেকে। অবশ্য পরিবর্তন আসতে পারে আসন্ন জিম্বাবুয়ে সিরিজেও।

পাকিস্তানের মাটিতে বাংলাদেশ টেস্ট খেলেছে ২০০৩ সালের পর। অবশ্য জানুয়ারিতে টি-২০ সিরিজ খেলেছে লাহোরে। দেশটিতে বাংলাদেশ সফর করে ২০০৮ সালের পর। রাওয়ালপিন্ডি টেস্টে মুমিনুল বাহিনী হেরেছে ইনিংস ও ৪৪ রানে।প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ছিল ২৩৩ রান। জবাবে দুই সেঞ্চুরিতে স্বাগতিকদের সংগ্রহ ছিল ৪৪৫।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর