বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০ ০০:০০ টা
করোনায় অন্যরকম জন্মদিন

দুস্থদের খাবার বিতরণ করলেন জাহানারা

ক্রীড়া প্রতিবেদক

দুস্থদের খাবার বিতরণ করলেন জাহানারা

গতকাল ছিল বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের জন্মদিন। নিজের ২৭তম জন্মদিনে ঘরে বসে না থেকে করোনাভাইরাসে বিপর্যস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনী দ্রব্যাদি দিয়েছেন বাড়ির পাশের দুস্থ লোকজনকে। নিজের অফিশিয়াল ফেইসবুক পেইজে ছবি দিয়ে লিখেছেনন, ‘এটা কোনো লোক দেখানো পোস্ট নয়। আমার সামর্থ্যনুযায়ী যতটুকু সম্ভব তাদের পাশে দাঁড়িয়েছি। আপনাদেরকেও অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্‌বান জানাচ্ছি। আপনার সামর্থ্যরে মধ্যে ১ জন, ৫ জন বা তার অধিক যে যতটুকু পারেন সাহায্যের হাত বাড়িয়ে দিন। আমরা পারি আমাদের দেশের এই সংকটময় মুহূর্তে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে।’

করোনাভাইরাসে বিপর্যস্ত অসহায়দের পাশে দাঁড়িয়েছেন লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, জ্লাটান ইব্রাহিমোভিচদের মতো ফুটবলাররা। এগিয়ে এসেছেন শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি, সুরেশ রায়নাদের মতো তারকা ক্রিকেটাররা। পিছিয়ে নেই বাংলাদেশের ক্রিকেটার, ফুটবলাররাও। ২৭ ক্রিকেটার তাদের বেতনের ৫০ শতাংশ অনুদান দিয়েছে।

এছাড়াও ক্রিকেটার মাশরাফি, রুবেল, রনি তালুকদার, মোসাদ্দেক হোসেন সৈকত, ফুটবলার বিপলু ও আরিফুর সাহায্য করেছেন।

সর্বশেষ খবর