শুক্রবার, ২২ মে, ২০২০ ০০:০০ টা

ঈদের শুভেচ্ছা জানিয়েছেন উইলিয়ামসন

ক্রীড়া প্রতিবেদক

করোনাভাইরাস থেকে নিউজিল্যান্ড এখন অনেকটাই মুক্ত। কিন্তু বাংলাদেশে সংক্রমণের সংখ্যা দিন দিন বাড়ছে। ভীতিকর এই পরিস্থিতির মধ্যেই বাংলাদেশের জনগণ রমজান পালন করছেন। এখন অপেক্ষায় পবিত্র ঈদুল ফিতর উদযাপনের। দুই-তিনদিন পর ঈদ। জনগণ প্রস্তুতি নিচ্ছে ঈদের। তার আগে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। ব্ল্যাক ক্যাপস অধিনায়কের আগে এ দেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। শুধু তাই নয়, বাংলাদেশের জনগণ যে সালাম দেন, সেই রীতিতে তিনি অভিভূত। ফেসবুক লাইভে তামিম ইকবাল নিজ থেকেই জানতে চান, আসন্ন ঈদে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানাবেন কি না? উইলিয়ামসন অবশ্য শুভেচ্ছা জানাবেন বলেন, ‘হ্যাঁ, অবশ্যই। বাংলাদেশের সবাইকে ঈদ মোবারক!’ ব্ল্যাক ক্যাপস অধিনায়ক আরও বলেন, ‘আরেকটা জিনিস খুব ভালো লাগে আমার। পরিচয়ের একদম শুরুতে আসসালামু আলাইকুম- এটা সত্যিই সুন্দর একটা বিষয়। সত্যিই অসাধারণ।’

সর্বশেষ খবর