বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) টেকনিক্যাল অ্যান্ড স্ট্র্যাটেজিক ডিরেক্টরের পদে তিন বছর ছিলেন পল স্মলি। এরপর ব্রুনাই জাতীয় দলের দায়িত্ব নেন তিনি। তবে দুই বছরের জন্য বাফুফেতে আগের পদেই ফিরছেন এই অস্ট্রেলিয়ান।
আগের মেয়াদে মেয়েদের ফুটবল নিয়ে কাজ করলেও তৃণমূল ফুটবল নিয়ে খুব একটা ভাবেননি তিনি। তবে এবার গুরুত্ব দিতে চান তৃণমূল ফুটবলে। পল স্মলি বলেন, ‘বাংলাদেশে এসে প্রথম ধাপে যা কিছু করেছি, তাতে আমি সন্তুষ্ট। আমি আধুনিক ও যুগোপযোগী পদ্ধতি অনুসরণ করেছি।
তৃণমূল ফুটবলে বেশ কিছু কাজ হয়েছে। ভবিষ্যতে এ কাজে আরও মনোযোগ দিতে হবে।’ নতুন মেয়াদে মেয়েদের ফুটবলের উন্নয়নেও এবার আরও বেশি ভূমিকা রাখতে চান স্মলি।