রবিবার, ১১ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

বলিভিয়ার জালে ব্রাজিলের ৫ গোল

ক্রীড়া ডেস্ক

বলিভিয়ার জালে ব্রাজিলের ৫ গোল

কাতার বিশ্বকাপের পথে এক ধাপ এগিয়ে গেল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। গতকাল বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে বলিভিয়াকে ৫-০ গোলে হারিয়েছে তিতের শিষ্যরা। ম্যাচের ১৬ মিনিটে ব্রাজিলকে এগিয়ে দেন মারকুইনহস। দুটি গোল করেন রবার্তো ফিরমিনো (৩০, ৪৯)। ফিলিপ কটিনহো ৭৩ মিনিটে একটি গোল করেন। এছাড়াও বলিভিয়ার হোসে ক্যারাসকো (৬৬) একটি আত্মঘাতী গোল করে ব্রাজিলের জয়ের ব্যবধান বাড়ান। ল্যাটিন আমেরিকা অঞ্চলে বিশ্বকাপ বাছাইপর্বে প্রথম রাউন্ড শেষ হওয়ার পর পয়েন্ট তালিকায় শীর্ষে আছে ব্রাজিল। প্রথম রাউন্ডে জয় পেয়েছে কলম্বিয়া, উরুগুয়ে এবং আর্জেন্টিনাও। চার দলের সমান পয়েন্ট হলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে আছে ব্রাজিল। শুক্রবার রাতে কলম্বিয়া ৩-০ গোলে হারিয়েছে ভেনেজুয়েলাকে। কলম্বিয়ার পক্ষে দুটি গোল করেন লুইস মুরিয়েল। এছাড়াও একটি গোল করেন দুভান জাপাতা। ল্যাটিন অঞ্চল থেকে ২০২২ কাতার বিশ্বকাপের চূড়ান্ত পর্বে সরাসরি খেলবে চারটি দল। এছাড়াও ইন্টার-কনফেডারেশন প্লে-অফ খেলে আরও একটি দল চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে।

গতকাল বলিভিয়ার বিপক্ষে ম্যাচে নেইমারের খেলা নিয়ে কিছুটা সংশয় ছিল। তবে শেষ পর্যন্ত তিনি মাঠে নেমেছেন প্রথম একাদশে থেকেই। ম্যাচের পুরোটা সময় খেলেছেন নেইমার। কোনো গোল না পেলেও দর্শকরা নেইমারের খেলা বেশ উপভোগ করেছে।

সর্বশেষ খবর