বৃহস্পতিবার, ২১ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

আবদুল্লাহর গোলে শেখ রাসেলের জয়

ক্রীড়া প্রতিবেদক

আবদুল্লাহর গোলে শেখ রাসেলের জয়

ফেবারিটরা জয়ের পথেই হাঁটছে। বসুন্ধরা কিংস ও ঢাকা আবাহনীর পর শেখ রাসেল ক্রীড়া চক্র টানা দ্বিতীয় জয়ের মুখ দেখেছে। গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত পেশাদার ফুটবল লিগের একমাত্র খেলায় তারা ১-০ গোলে হারিয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডর্স সোসাইটিকে। এ জয়ে পূর্ণ ৬ পয়েন্ট সংগ্রহ করল। আগের ম্যাচে তারা ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ঘাম ঝরানো জয় পায়। শিরোপা জেতার অন্যতম দাবিদার হলেও দ্বিতীয় ম্যাচেও শেখ রাসেল ঠিকমতো গুছিয়ে খেলতে পারেনি। অবশ্য রহমতগঞ্জ তারকানির্ভর দল না গড়লেও প্রতি মৌসুমে তারা জায়ান্টদের ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। লিগের শুরুটা হয়েছে তাদের ফেডারেশন কাপ রানার্সআপ সাইফের সঙ্গে ড্র করে।

শেখ রাসেল এবার হারানো গৌরব উদ্ধারের লক্ষ্যে মৌসুম শুরু করেছে। ফেডারেশন কাপে সেমিতে উঠতে পারেনি। লিগে লক্ষ্য একটাই শিরোপা। ফুটবলে জয়টাই মুখ্য। শেখ রাসেল টানা জয় পেয়েছে এটাই শুভ লক্ষণ। কোচ সাইফুল বারী টিটু বলেন, লিগের পথ দীর্ঘ। তবে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। আমরা জয়ের ধারায় আছি। আশা করি সামনেও চ্যালেঞ্জ পার হব। শিষ্যদের ওপর কোচের আস্থা রয়েছে। তবে এটাও ঠিক শেখ রাসেল যে মানের দল সেভাবে এখনো জ্বলে উঠতে পারেনি। দুটি জয়ই এসেছে কষ্টে।

গতকাল ম্যাচের শুরু থেকেই দু দল বল নিয়ন্ত্রণে মনোযোগী হলেও কেউ প্রতিপক্ষের গোলরক্ষকদের কঠিন পরীক্ষায় ফেলতে পারছিল না। প্রথমার্ধে আক্রমণ বলতে রহমতগঞ্জের সোহেল মিয়া ও শেখ রাসেলের মোনেকের গোল করার ব্যর্থ চেষ্টা। দ্বিতীয়ার্ধে অবশ্য শেখ রাসেল বেশ চাপিয়ে খেলে। ৭৪ মিনিটে পেয়ে যায় গোল।

বখতিয়ারের কর্নারে  আবদুল্লাহর নিখুঁত সাইডভলি জালে জড়িয়ে যায়। ব্রাদার্সের বিপক্ষে দলের প্রথম গোলটাও ছিল আবদুল্লাহর। ৮৮ মিনিটে রহমতগঞ্জের রেমির হেড ক্রসবারের ওপর দিয়ে বাইরে গেলে শেখ রাসেল পুরো পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে।

সর্বশেষ খবর