মঙ্গলবার, ২৬ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা
ওয়ানডে সুপার লিগ

অস্ট্রেলিয়ার পরই বাংলাদেশ

অস্ট্রেলিয়ার পরই বাংলাদেশ

বিশ্বকাপ সুপার লিগে শুরুটা দারুণ হলো বাংলাদেশের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে জেতায় পূর্ণ ৩০ পয়েন্ট সংগ্রহ করেছে টাইগাররা। সুপার লিগে অস্ট্রেলিয়ার পরই দ্বিতীয় স্থানে উঠে এসেছেন তামিমরা। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে পারবে আট দল। ওয়ানডে সুপার লিগে বর্তমানে এক নম্বরে আছে অস্ট্রেলিয়া। ছয় ম্যাচ খেলে ৪০ পয়েন্ট পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। বাংলাদেশের সমান ৩০ পয়েন্ট আছে ইংল্যান্ডেরও। কিন্তু নেট রানরেটে পিছিয়ে থাকায় ইংলিশরা বাংলাদেশের পেছনে তিন নম্বরে। দলগুলোর মধ্যে বাংলাদেশের নেট রানরেট সবচেয়ে বেশি (+১.৮৯৩)। ইংল্যান্ডের নেট রানরেট (+০.৭৯)।

সর্বশেষ খবর