বুধবার, ১০ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

ঘরের মাঠে বড় হার ভারতের

ক্রীড়া ডেস্ক

জিততে হলে রেকর্ড গড়তে হতো ভারতকে। টেস্টে সবচেয়ে বেশি ব্যবধানে জয়ের রেকর্ড হচ্ছে ৪১৮ রান তাড়া করে। কিন্তু ভারতের টার্গেট ছিল ৪২০ রান। কিন্তু রেকর্ড গড়া হয়নি স্বাগতিকদের। দ্বিতীয় ইনিংসে ১৯২ রানেই গুটিয়ে যায় ভারতের ইনিংস। ম্যাচে তারা হেরে গেছে ২২৭ রানের বিশাল ব্যবধানে।

আগের সিরিজেই অস্ট্রেলিয়া সফরে গিয়ে সিরিজ জয়ের গৌরব আছে ভারতের। সে সিরিজেও প্রথম ম্যাচে হেরে পিছিয়ে পড়েছিলেন তারা। এমনকি ৩৬ রানে অলআউট হওয়ার লজ্জাও ছিল। তাই ঘরের মাঠে এই সিরিজেও ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আত্মবিশ্বাসী স্বাগতিকরা। ভারতের অধিনায়ক বিরাট কোহলি মনে করেন, এই টেস্টের ভুল থেকে শিখেই তারা পরের ম্যাচে খেলতে নামবে। 

এই টেস্টে ভারত হেরেছে ইংলিশ অধিনায়ক জো রুটের অসাধারণ ব্যাটিং এবং জেমস অ্যান্ডারসনের ক্যারিশম্যাটিক বোলিংয়ের কারণে।

সিরিজের এখনো তিন ম্যাচ বাকি। তাই প্রথম ম্যাচ জিতলেও সতর্ক ইংলিশ অধিনায়ক জো রুট। তিনি বলেন, ‘আমরা খুব ভালো করেই জানি, ভারত খুবই শক্তিশালী দল। বিশেষ করে ঘরের মাঠে তারা খুবই ভয়ঙ্কর। সেটা মনে রেখেই আমরা পরের ম্যাচে মাঠে নামব। তবে জয় দিয়ে সিরিজ শুরু করতে পারায় অনেক ভালো লাগছে।’

এর আগের সিরিজে শ্রীলঙ্কাকে তাদের মাটিতে ২-০ ব্যবধানে হারিয়েই ভারতে পা রেখেছেন রুটরা।

সাফল্যের রহস্য সম্পর্কে ইংলিশ অধিনায়ক বলেছেন, ‘পুরো কৃতিত্ব বোলারদের। দলে এমন বোলার থাকা জরুরি যারা ২০ উইকেট নেওয়ার সামর্থ্য রাখে।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর