মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা
আবারও হারল পিএসজি

এমবাপ্পেদের হতাশা

এমবাপ্পেদের হতাশা

উয়েফা চ্যাম্পিয়নস লিগে নুক্যাম্পে বার্সেলোনাকে বিধ্বস্ত করে বেশ আনন্দে ছিল পিএসজি ফুটবলাররা। সেই আনন্দ ম্লান হয়ে গেলে ফরাসি লিগে হেরে। রবিবার তারা অ্যাওয়ে ম্যাচে হেরেছে মোনাকোর কাছে। ব্যবধান ছিল ২-০ গোল। গত নভেম্বরে ঘরের মাঠে প্রথম লেগেও পিএসজি মোনাকোর কাছে ৩-২ গোলে হেরে যায়। চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন কিলিয়ান এমবাপ্পে। অথচ মোনাকোর বিপক্ষে তিনি ছিলেন বড্ড বিবর্ণ। ম্যাচে ডি মারিয়া ও নেইমারের অভাব ভালোভাবেই ফুটে উঠে। ম্যাচের ছয় মিনিটে এগিয়ে যায় মোনাকো। বাঁ দিক থেকে হেনরিকের ক্রসে হেডে বল যায় দিয়ুপকের কাছে। তিনি জালে বল পাঠিয়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন। গোল শোধের জন্য মরিয়া হয়ে উঠে পিএসজি। কিন্তু সুযোগ হাত ছাড়া করায় তা আর হয়নি। দ্বিতীয়ার্ধে বরং ব্যবধান দ্বিগুণ করে মোনাকো।  ডি-বক্সে আলগা বল পেয়ে শটে গোল করেন মারিপান। ৭৭ মিনিটে নিশ্চিত গোলের হাতছাড়া করে পিএসজি। প্রতিপক্ষের গোলরক্ষককে একা পেয়েও বল বাইরে মারেন কেভিন ভোলান্দ। এরপর আর পিএসজিকে মাঠে খুঁজে পাওয়া যায়নি। বাকি সময় ম্যাচ নিয়ন্ত্রণে নিয়ে নেয় মোনাকো। ২-০ গোলে হেরেই মাঠ ছাড়েন এমবাপ্পেরা। এই হারে ২৫ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরেই আছে পিএসজি। ৫২ পয়েন্ট নিয়ে চার নম্বরে মোনাকো। হারলেও এখনো শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী পিএসজি কোচ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর