টেস্ট, ওয়ানডে ও টি-২০ মিলিয়ে নিউজিল্যান্ডের মাটিতে এখন পর্যন্ত একটি ম্যাচও জিতেনি বাংলাদেশ। তবে এবার কিউইদের মাটিতে হারের বৃত্ত ভাঙতে চান তামিম ইকবাল, ‘নিউজিল্যান্ডের কন্ডিশন আমাদের জন্য বরাবরই কঠিন। তবে কোনো কিছুই অসম্ভব নয়। নিউজিল্যান্ডে আমরা যা কোনোদিন অর্জন করতে পারিনি, এবার তা করে দেখানোর চেষ্টা করব।’
