মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১ ০০:০০ টা

রোনালদোদের অগ্নিপরীক্ষা

ক্রীড়া ডেস্ক

রোনালদোদের অগ্নিপরীক্ষা

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে কঠিন পরীক্ষায় নামছে ক্রিস্টিয়ানো রোনালদোর দল জুভেন্টাস। শেষ ষোলোর দ্বিতীয় লেগে নিজেদের মাঠে পর্তুগিজ ক্লাব পোর্তোর মুখোমুখি হবে ওল্ড লেডিরা। প্রথম লেগে পোর্তোর মাঠে ২-১ গোলে হেরেছিল তারা।

আজ জয়ের বিকল্প নেই জুভেন্টাসের সামনে। এমনকি ড্র করলেও কোয়ার্টার ফাইনাল খেলবে পোর্তো। তবে ১-০ গোলে জিতলে জুভেন্টাস অ্যাওয়ে গোলের সুবিধা নিয়ে শেষ আটে পৌঁছে যাবে। গত মৌসুমে জুভেন্টাস শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছিল। ফরাসি ক্লাব অলিম্পিক লিওর কাছে হেরেছিল তারা। এবারে কি টিকে থাকতে পারবেন ক্রিস্টিয়ানো রোনালদোরা!

এদিকে আজ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর দ্বিতীয় লেগে মুখোমুখি হচ্ছে জার্মান ক্লাব বুরুসিয়া ডর্টমুন্ড এবং স্প্যানিশ ক্লাব সেভিয়া। প্রথম লেগে সেভিয়ার মাঠে ৩-২ গোলে জয় পেয়েছিল ডর্টমুন্ড। আজ ড্র করলেই শেষ আটে পৌঁছে যাবে ডর্টমুন্ড। সেভিয়াকে অন্তত ২-০ গোলে জিততে হবে কোয়ার্টার ফাইনাল খেলতে হলে। এবার চ্যাম্পিয়ন্স লিগে আধিপত্য দেখাতে পারে জার্মান ও ইংলিশ ক্লাব। শেষ আটের পথে এগিয়ে আছে ইংল্যান্ডের তিনটি (ম্যানসিটি, লিভারপুল ও চেলসি) এবং জার্মানির দুটি (বায়ার্ন ও ডর্টমুন্ড) ক্লাব।

প্রথম লেগ: পোর্তো ২-১ জুভেন্টাস

১৯৯৬ সালের পর ইতালির মাটিতে আর জয় পায়নি পোর্তো। ১৯৯৬ সালে এসি মিলানকে ৩-২ গোলে হারিয়েছিল তারা।

নিজেদের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে গত ১২ ম্যাচে মাত্র ২টিতে হেরেছে জুভেন্টাস (জয় ৮টি, ড্র ২টি)।

চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে গত ১৩টি অ্যাওয়ে ম্যাচে জয়ের দেখা পায়নি পোর্তো।

সর্বশেষ খবর