সোমবার, ২৯ মার্চ, ২০২১ ০০:০০ টা

ইনজুরিতে মুশফিক

তৃতীয় ওয়ানডেতে ফিল্ডিং করার সময় কাঁধে ও আঙ্গুলে ব্যথা পান। দুটি ব্যথার কারণে গতকাল হ্যামিল্টনের সেডন পার্কে প্রথম টি-২০ ম্যাচ খেলতে পারেননি মুশফিকুর রহিম। তাকে কি সত্যিই ইনজুরির জন্য খেলানো হয়নি, না জুনিয়রদের দেখার জন্য বিশ্রাম দিয়েছে টিম ম্যানেজমেন্ট। ওয়ানডে সিরিজে খুব ভালো ব্যাটিং করেননি মুশফিক। শুধু তাই নয় উইকেটের পেছনে গ্লাভস হাতেও ছিলেন ব্যর্থ।

ক্যাচ মিস করেছেন একাধিক। গতকাল তাকে একাদশে না দেখার পর প্রশ্ন উঠে তাকে না খেলানোর বিষয়টি। নিউজিল্যান্ড থেকে মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম শুরুতে বিশ্রাম দেওয়ার কথা জানান। পরে ম্যাচ শেষে বলেন, ‘সবশেষ ম্যাচে (তৃতীয় ওয়ানডে) মুশফিক কাঁধে আঘাত পেয়েছেন। আঙ্গুলেও ব্যথা পেয়েছেন। সেরে ওঠার জন্য সময় দেওয়া হয়েছে তাকে।’ মুশফিক বাংলাদেশের পক্ষে এখন পর্যন্ত ৯৬ ওয়ানডের ৮৪টি খেলেছেন। টি-২০ সিরিজ খেলছেন না দুই সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবাল।  

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর