বুধবার, ৩১ মার্চ, ২০২১ ০০:০০ টা

এমনটি আগে দেখেননি ডমিঙ্গো

‘এমন কোনো ম্যাচ দেখিনি যেখানে ব্যাটিংয়ে নামার সময় ব্যাটসম্যানরা জানে না টার্গেট কত।’

বৃষ্টি আইনে নতুন টার্গেট হবে-এটাই স্বাভাবিক। নেপিয়ারের ম্যাকলিন পার্কে গতকাল দ্বিতীয় টি-২০ ম্যাচে বাংলাদেশ টার্গেট পেয়েছে। কিন্তু সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। বৃষ্টিতে দুবার ম্যাচ বন্ধ হয়েছে। খেলা শুরুর পর মাহমুদুল্লাহ বাহিনীকে প্রথমবার টার্গেট দেওয়া হয় ১৬ ওভারে ১৪৮ রান। খেলা ১.৩ ওভার হওয়ার পর নতুন টার্গেট ১৭০ রানের। ম্যাচ শেষে নতুন টার্গেট নিয়ে প্রশ্ন তুললে টাইগারদের হেড কোচ রাসেল ডমিঙ্গো বলেন, ‘এমন কোনো ম্যাচ দেখিনি যেখানে ব্যাটিংয়ে নামার সময় ব্যাটসম্যানরা জানে না টার্গেট কত। জানা ছিল না ডাকওয়ার্থ-লুইসে টার্গেট কত। কারও কোনো ধারণা ছিল না ৫ বা ৬ ওভারে আমাদের কত রান দরকার। কোনো ম্যাচে এরকম দেখিনি।’

সর্বশেষ খবর