সোমবার, ১২ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

সাকিবের অভাববোধ হবে না : মুমিনুল

ক্রীড়া প্রতিবেদক

সাকিবের অভাববোধ হবে না : মুমিনুল

পাঁচ বছর আগে কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে একমাত্র টেস্ট জয়ে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন সাকিব আল হাসান। কলম্বোর টেস্টটি ছিল আবার বাংলাদেশের ঐতিহাসিক জয়। নিজেদের শততম টেস্ট ছিল সেটি। ঐতিহাসিক টেস্ট ম্যাচ একাদশের সাত ক্রিকেটার নেই এবারের শ্রীলঙ্কা সফরে। অনভিজ্ঞ না হলেও বেশ কিছু নতুন মুখ নিয়ে বাংলাদেশ ক্রিকেট দল আজ শ্রীলঙ্কা যাচ্ছে। সফরে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলবে। সফরের জন্য ২১ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। আইপিএল খেলছেন বলে তাতে নেই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব ও মুস্তাফিজ। গতকাল অনুশীলনের ফাঁকে টাইগার টেস্ট অধিনায়ক মুমিনুল কথা বলেছেন শ্রীলঙ্কা সফরের ভবিষ্যৎ নিয়ে। সেখানে প্রত্যাশা মতোই কথা বলেন সাকিবের বিষয়ে, ‘সাকিব ভাই, মুস্তাফিজ না থাকলে যে ফল আসবে না, এমন নয়। দলে আরও ক্রিকেটার রয়েছেন। ওনাদেরতো ১০-১২ হাত নেই। আমার মনে হয় না এটার কোনো প্রভাব পড়বে। আমরা দল হিসেবে খেলতে পারছি না বলেই ফল আসছে না।’  সফরে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ ২১-২৫ এপ্রিল এবং ২৮ এপ্রিল-২ মে।

মুমিনুল হক দায়িত্ব নেওয়ার পর বিশ্বসেরা অলরাউন্ডারকে পেয়েছেন মাত্র একবার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি টেস্ট খেললেও পুরোটা সময় মাঠে ছিলেন না। এবার খেলবেন না আগেই থেকেই সিদ্ধান্ত নেওয়া ছিল। বিশ্বসেরা অলরাউন্ডারের জায়গা পূরণ করতে পাঁচ বছর পর ফিরিয়ে আনা হয়েছে শুভাগত হোমকে। ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামের বাউন্সি উইকেটে দল কেমন হবে, সেটা জানা যাবে ১৭ ও ১৮ এপ্রিল দুদিনের প্রস্তুতি ম্যাচ শেষে। শ্রীলঙ্কার বিপক্ষে মুমিনুল বাহিনীর প্রস্তুতি বলতে এই একটিই ম্যাচই। যদিও বেশ কিছু ক্রিকেটার জাতীয় ক্রিকেটে লাল বলে অনুশীলন করেছেন। কিন্তু স্কোয়াডের অধিকাংশ ক্রিকেটারই নিউজিল্যান্ড সফরে সাদা বলে তিনটি করে ওয়ানডে ও টি-২০ ম্যাচ খেলেছেন। তাদের লাল বলে অনুশীলনে ঘাটতি রয়েছে বলেন টাইগার টেস্ট অধিনায়ক মুমিনুল, ‘আমি বলব না যে ক্রিকেটারদের খুব ভালো প্রস্তুতি হয়েছে। লাল বলে

 যারা খেলেছেন তাদের জন্য ভালো হয়েছে। কিন্তু নিউজিল্যান্ড থেকে যারা এসেছে তাদের মানসিকভাবে মানিয়ে নিতে হবে।’ সংক্ষিপ্ত পরিসর থেকে দীর্ঘ পরিসরের খেলায় ব্যাটসম্যানদের মানিয়ে নেওয়াটাই চ্যালেঞ্জিং বলেন টেস্ট অধিনায়ক, ‘ব্যাটিংটা গুরুত্ব¡পূর্ণ হবে। আমরা আশানুরূপ ব্যাটিং করতে পারিনি গত কয়েক টেস্টে। শ্রীলঙ্কায় রান করা খুবই গুরুত্বপূর্ণ হবে।’

শ্রীলঙ্কা সফরে ২১ সদস্যের স্কোয়াডে ফিরেছেন শুভাগত ছাড়াও নুরুল হাসান সোহান ও খালেদ। এছাড়া নতুন তিন মুখ শরীফুল ইসলাম, শহীদুল ইসলাম ও মুকিদুল ইসলাম। স্কোয়াডে সাত পেসার রইলেও স্পিনার মাত্র তিনজন মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও নাঈম ইসলাম। সফরে যাচ্ছেন পঞ্চ-পা বের দুজন মুশফিকুর রহিম ও তামিম ইকবাল। এমন একটি দল নিয়েও মুমিনুল মনে করেন শ্রীলঙ্কায় টেস্ট জেতা সম্ভব, ‘আগে কী হয়েছে তা অতীত। পাঁচদিন টেস্টের প্রত্যেকটি দিন, প্রত্যেকটি সেশন যদি জিততে পারি, ভালো খেলতে পারি তাহলে ফলাফল আমাদের দিকে আসবে। নির্দিষ্ট দিন অনুযায়ী আমরা যদি ভালো প্রস্তুতি নিয়ে খেলতে পারি, তাহলে জয় হতে পারে।’

সর্বশেষ খবর