শনিবার, ১৭ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

নেপালে খেলতে যাবেন সাবিনারা

দীর্ঘদিন পর আন্তর্জাতিক ফুটবল ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন সাবিনা খাতুনরা। আগামী সেপ্টেম্বর-নভেম্বরে নেপালে তিন জাতি নারী ফুটবল টুর্নামেন্ট হতে পারে বলে জানিয়েছেন বাফুফে নির্বাহী কমিটির সদস্য মাহফুজা আক্তার কিরণ। বাংলাদেশ ও নেপাল ছাড়াও এতে অংশ নেবে কিরগিজস্তানের মেয়রা। দীর্ঘদিন পর ফিফা র‌্যাঙ্কিংয়েও ফিরেছে বাংলাদেশের নারী দল।

দুই সুখবরে দারুণ আনন্দিত নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। বাংলাদেশ ২০১৯ সালের মার্চে সাফ চ্যাম্পিয়নশিপ খেলার পর আর আন্তর্জাতিক ম্যাচ খেলেননি সাবিনারা।

 

চেন্নাইয়ের সহজ জয়

প্রথম ম্যাচ হারার ধাক্কা সামলে নিয়েছে চেন্নাই। গতকাল আইপিএলে নিজেদের দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে পাঞ্জাবকে। মহেন্দ্র সিং ধোনীর চেন্নাইয়ের এটা দ্বিতীয় ম্যাচে প্রথম জয়। বিপরীতে পাঞ্জাবের দ্বিতীয় ম্যাচে প্রথম হার। প্রথমে ব্যাট করে পাঞ্জাবের সংগ্রহ ছিল ২০ ওভারে ৮ উইকেটে ১০৬ রান। চেন্নাই সেটা টপকে গেছে ২৬ বল হাতে রেখে। মঈন আলি সর্বোচ্চ ৪৬ রান করেন ৩১ বলে ৭ চার ও ১ ছক্কায়। ম্যাচ সেরা হন দীপক চাহার ১৩ রানে ৪ উইকেট নিয়ে।  

 

এমবাপ্পের ওপর রিয়ালের নজর

এমবাপ্পের সঙ্গে পিএসজির চুক্তি শেষ হবে ২০২২ সালের জুনে। ফরাসি তারকাকে ধরে রাখতে মরিয়া পিএসজি। তবে এমবাপ্পের ওপর নজর রাখছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। তাকে দলে নিতে মোটা অঙ্কের অর্থ ব্যয় করার জন্য প্রস্তুত গ্যালাকটিকোরা। তবে পিএসজিও তাদের সেরা তারকাকে কোনো ক্রমেই ছাড়তে রাজি নয়।  কোচ পচেত্তিনো জানিয়েছেন এমবাপ্পে ধরে রাখতে সর্বোচ্চ চেষ্টা করবেন তিনি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর