শনিবার, ৮ মে, ২০২১ ০০:০০ টা

বসুন্ধরার গোল উৎসব

ক্রীড়া প্রতিবেদক

বসুন্ধরার গোল উৎসব

একটা করে ম্যাচ শেষ হচ্ছে, আর শিরোপা উৎসবের মঞ্চটা আরও শক্ত করে তৈরি করে নিচ্ছে বসুন্ধরা কিংস। গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দেশের সবচেয়ে পরাক্রমশালী দলটি নিজেদের ১৫ নম্বর ম্যাচটি খেলল ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে। ছোট ছোট পাসে অলআউট ফুটবল খেলে ব্রাদার্সের জালে গোল উৎসব করেছে বসুন্ধরা। ১৪ নম্বর জয় তুলে নিয়েছে ৫-১ গোলে। এই জয়ে ১৫ ম্যাচে বসুন্ধরা কিংসের পয়েন্ট ৪৩। হারতে হারতে ক্লান্ত ব্রাদার্সের পয়েন্ট সমান ম্যাচে ৫। দিনের বাকি দুই খেলায় জয় পেয়েছে ঢাকা আবাহনী ও বাংলাদেশ পুলিশ। বেলফোর্টের হ্যাটট্রিকে আবাহনী ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে রহমতগঞ্জকে এবং পিছিয়ে থেকেও পুলিশ ২-১ গোলে হারিয়েছে উত্তর বারিধারাকে।

করোনাভাইরাসের জন্য অনেক দিন বন্ধ ছিল প্রিমিয়ার লিগ। শুরুর পর নতুন রূপে খেলছে অস্কার ব্রুজোনের বসুন্ধরা কিংস। খেলছে গতিশীল ফুটবল। প্রতিপক্ষ দলগুলোকে পাত্তাই দিচ্ছে না। দিনকয়েক আগে বারিধারাকে নিয়ে ছেলেখেলায় মেতেছিল। গুনে গুনে ৬ গোল দিয়েছিল। গতকাল ব্রাদার্স প্রথমার্ধে সমানে সমান লড়াই করেছে। যদিও প্রথমার্ধে বসুন্ধরা এগিয়েছিল ২-১ গোলে। ২১ মিনিটে ফার্নান্দেজের গোলে এগিয়ে যায় শিরোপার কাছাকাছি চলে আসা বসুন্ধরা। ৩৬ মিনিটে ব্রাদার্সকে সমতায় আনেন ফুকাটজন হাসানবোয়েভ। প্রথমার্ধ যখন সমতায় শেষ হতে যাচ্ছিল, তখনই প্রিমিয়ার লিগের সেরা বিদেশি রবসন রবিনহো ডান পায়ের প্লেসিং শটে ব্যবধান ২-১ করেন। এরপরই রেফারি প্রথমার্ধের বাশি বাজান। দ্বিতীয়ার্ধে গোপীবাগের দলটি তাল হারিয়ে ফেলে বসুন্ধরার গতির কাছে। ব্রুজোনের শিষ্যরা গুনে গুনে আরও তিন গোল করে। ৫৯ মিনিটে তওহিদুল আলম সবুজ ম্যাচের তৃতীয় এবং ৭৪ মিনিটে নিজের দ্বিতীয় ও ম্যাচের চার নম্বর গোল করেন। ম্যাচের শেষ দিকে ৮০ মিনিটে পঞ্চম ও নিজের দ্বিতীয় গোল করেন রবসন। লিগে এটা ব্রাজিলিয়ান স্ট্রাইকার রবসনের ১৬ নম্বর গোল। সব মিলিয়ে ৫-১ গোলে জিতে ১৪ নম্বর জয় তুলে নিয়েছে বসুন্ধরা কিংস। দুর্দান্ত খেলতে থাকা রবসন নিজে গোল করছেন এবং সতীর্থদের দিয়েও গোল করাচ্ছেন। 

সর্বশেষ খবর