শ্রীলঙ্কা থেকে ফিরে তামিম, মুশফিক, তাসকিনসহ ৮ ক্রিকেটার এখন হোম কোয়ারেন্টাইনে। আইপিএল থেকে ফিরে হোটেলে আইসোলেশনে রয়েছেন সাকিব, মুস্তাফিজ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকলে শ্রীলঙ্কা সিরিজের অনুশীলন ঠিকঠাক মতো করতে পারবে না। তাই বিসিবি অনুরোধ করেছিল ক্রিকেটারদের কোয়ারেন্টাইন কমাতে। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় সবুজ সংকেত দিয়েছে। ফলে ১৭ মে শুরু জাতীয় দলের অনুশীলনে সব ক্রিকেটাররাই অনুশীলন করবেন। সাকিব, তামিমসহ ১০ ক্রিকেটার ছাড়া বাকিরা এখন অনুশীলন করছেন। অনুশীলনে ক্রিকেটাররা অধিকাংশ সময়ই ফিল্ডিং করছেন। নিউজিল্যান্ডে বাজে ফিল্ডিংয়ে সমালোচিত ক্রিকেটাররা চাইছেন ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়াতে। গতকাল অনুশীলনের ফাঁকে সে কথাই জানিয়েছেন স্পিন অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব। আফিফ বলেছেন, ‘আমাদের পুরো দল খেলবে। সাকিব ভাই ও মুস্তাফিজ ভাই খেলবেন। এটা অবশ্যই একটি পজিটিভ দিক। পুরো দল যখন খেলছে, আশা করছি সিরিজটি ভালোভাবে শেষ করতে পারব।’ নিউজিল্যান্ডে সফরে গুনে গুনে ১০টি ক্যাচ মিস করেছিলেন ক্রিকেটাররা। মিস করার অদ্ভুত ব্যাখ্যা দিয়েছিলেন বাঁ হাতি স্পিনার নাসুম আহমেদ। সমালোচনার ঝড় বয়ে যায় তখন। শ্রীলঙ্কার বিপক্ষে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপেও ক্যাচ মিস করেছেন ক্রিকেটাররা। ১৬ মে ওয়ার্ল্ড কাপ সুপার লিগের তিনটি ম্যাচ খেলতে ঢাকায় আসছে শ্রীলঙ্কা। ২৩, ২৫ ও ২৮ মে ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। ঘরের মাঠে খেলা। তার উপর ওয়ার্ল্ড কাপ সুপার লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠার একটি হাতছানি রয়েছে টাইগারদের। ৯ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে সবার উপরে ইংল্যান্ড। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে পাকিস্তান। বাংলাদেশ ৬ ম্যাচে ৩ জয়ে ৩০ পয়েন্ট নিয়ে ছয়ে। যদি সিরিজ জিতে যায় শতভাগ জয়ে, তাহলে ৬০ পয়েন্ট নিয়ে সবার উপরে থাকবে। কিংবা সিরিজ জিতলেই শীর্ষে উঠে যাবে। এমন সুবর্ণ সুযোগকে সামনে রেখে প্রস্তুতিটা ভালোই করছে টাইগাররা বলেন আফিফ, ‘একটি সিরিজের আগে আমরা লম্বা একটি সময় অনুশীলন করছি। এটা অবশ্যই পজিটিভ দিক।’
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ