শ্রীলঙ্কা থেকে ফিরে তামিম, মুশফিক, তাসকিনসহ ৮ ক্রিকেটার এখন হোম কোয়ারেন্টাইনে। আইপিএল থেকে ফিরে হোটেলে আইসোলেশনে রয়েছেন সাকিব, মুস্তাফিজ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকলে শ্রীলঙ্কা সিরিজের অনুশীলন ঠিকঠাক মতো করতে পারবে না। তাই বিসিবি অনুরোধ করেছিল ক্রিকেটারদের কোয়ারেন্টাইন কমাতে। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় সবুজ সংকেত দিয়েছে। ফলে ১৭ মে শুরু জাতীয় দলের অনুশীলনে সব ক্রিকেটাররাই অনুশীলন করবেন। সাকিব, তামিমসহ ১০ ক্রিকেটার ছাড়া বাকিরা এখন অনুশীলন করছেন। অনুশীলনে ক্রিকেটাররা অধিকাংশ সময়ই ফিল্ডিং করছেন। নিউজিল্যান্ডে বাজে ফিল্ডিংয়ে সমালোচিত ক্রিকেটাররা চাইছেন ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়াতে। গতকাল অনুশীলনের ফাঁকে সে কথাই জানিয়েছেন স্পিন অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব। আফিফ বলেছেন, ‘আমাদের পুরো দল খেলবে। সাকিব ভাই ও মুস্তাফিজ ভাই খেলবেন। এটা অবশ্যই একটি পজিটিভ দিক। পুরো দল যখন খেলছে, আশা করছি সিরিজটি ভালোভাবে শেষ করতে পারব।’ নিউজিল্যান্ডে সফরে গুনে গুনে ১০টি ক্যাচ মিস করেছিলেন ক্রিকেটাররা। মিস করার অদ্ভুত ব্যাখ্যা দিয়েছিলেন বাঁ হাতি স্পিনার নাসুম আহমেদ। সমালোচনার ঝড় বয়ে যায় তখন। শ্রীলঙ্কার বিপক্ষে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপেও ক্যাচ মিস করেছেন ক্রিকেটাররা। ১৬ মে ওয়ার্ল্ড কাপ সুপার লিগের তিনটি ম্যাচ খেলতে ঢাকায় আসছে শ্রীলঙ্কা। ২৩, ২৫ ও ২৮ মে ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। ঘরের মাঠে খেলা। তার উপর ওয়ার্ল্ড কাপ সুপার লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠার একটি হাতছানি রয়েছে টাইগারদের। ৯ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে সবার উপরে ইংল্যান্ড। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে পাকিস্তান। বাংলাদেশ ৬ ম্যাচে ৩ জয়ে ৩০ পয়েন্ট নিয়ে ছয়ে। যদি সিরিজ জিতে যায় শতভাগ জয়ে, তাহলে ৬০ পয়েন্ট নিয়ে সবার উপরে থাকবে। কিংবা সিরিজ জিতলেই শীর্ষে উঠে যাবে। এমন সুবর্ণ সুযোগকে সামনে রেখে প্রস্তুতিটা ভালোই করছে টাইগাররা বলেন আফিফ, ‘একটি সিরিজের আগে আমরা লম্বা একটি সময় অনুশীলন করছি। এটা অবশ্যই পজিটিভ দিক।’
শিরোনাম
- আমার ছেলের খুনীর ফাঁসি যেন দেখে যেতে পারি: আবু সাঈদের বাবা
- দিল্লি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫, গ্রেফতার আরও এক কাশ্মীরি
- মালয়েশিয়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাইবারজায়া ইউনিভার্সিটি
- আফ্রিকার ছয় দেশে আছে রুশ সেনার উপস্থিতি: রাষ্ট্রীয় টিভি
- ‘খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দিতে চাই’
- উইঘুর যোদ্ধাদের চীনের কাছে হস্তান্তর করবে সিরিয়া
- ‘একটি দল ক্ষমতায় যেতে প্রলাপ বকছে’
- সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকবে চীন
- বগুড়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা
- পাঙ্গাস পোনা শিকারের দায়ে জেলের কারাদণ্ড
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
- রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
- নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের
- কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ জন হাসপাতালে
সুযোগ কাজে লাগাতে চান আফিফ
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর