শ্রীলঙ্কা থেকে ফিরে তামিম, মুশফিক, তাসকিনসহ ৮ ক্রিকেটার এখন হোম কোয়ারেন্টাইনে। আইপিএল থেকে ফিরে হোটেলে আইসোলেশনে রয়েছেন সাকিব, মুস্তাফিজ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকলে শ্রীলঙ্কা সিরিজের অনুশীলন ঠিকঠাক মতো করতে পারবে না। তাই বিসিবি অনুরোধ করেছিল ক্রিকেটারদের কোয়ারেন্টাইন কমাতে। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় সবুজ সংকেত দিয়েছে। ফলে ১৭ মে শুরু জাতীয় দলের অনুশীলনে সব ক্রিকেটাররাই অনুশীলন করবেন। সাকিব, তামিমসহ ১০ ক্রিকেটার ছাড়া বাকিরা এখন অনুশীলন করছেন। অনুশীলনে ক্রিকেটাররা অধিকাংশ সময়ই ফিল্ডিং করছেন। নিউজিল্যান্ডে বাজে ফিল্ডিংয়ে সমালোচিত ক্রিকেটাররা চাইছেন ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়াতে। গতকাল অনুশীলনের ফাঁকে সে কথাই জানিয়েছেন স্পিন অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব। আফিফ বলেছেন, ‘আমাদের পুরো দল খেলবে। সাকিব ভাই ও মুস্তাফিজ ভাই খেলবেন। এটা অবশ্যই একটি পজিটিভ দিক। পুরো দল যখন খেলছে, আশা করছি সিরিজটি ভালোভাবে শেষ করতে পারব।’ নিউজিল্যান্ডে সফরে গুনে গুনে ১০টি ক্যাচ মিস করেছিলেন ক্রিকেটাররা। মিস করার অদ্ভুত ব্যাখ্যা দিয়েছিলেন বাঁ হাতি স্পিনার নাসুম আহমেদ। সমালোচনার ঝড় বয়ে যায় তখন। শ্রীলঙ্কার বিপক্ষে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপেও ক্যাচ মিস করেছেন ক্রিকেটাররা। ১৬ মে ওয়ার্ল্ড কাপ সুপার লিগের তিনটি ম্যাচ খেলতে ঢাকায় আসছে শ্রীলঙ্কা। ২৩, ২৫ ও ২৮ মে ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। ঘরের মাঠে খেলা। তার উপর ওয়ার্ল্ড কাপ সুপার লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠার একটি হাতছানি রয়েছে টাইগারদের। ৯ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে সবার উপরে ইংল্যান্ড। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে পাকিস্তান। বাংলাদেশ ৬ ম্যাচে ৩ জয়ে ৩০ পয়েন্ট নিয়ে ছয়ে। যদি সিরিজ জিতে যায় শতভাগ জয়ে, তাহলে ৬০ পয়েন্ট নিয়ে সবার উপরে থাকবে। কিংবা সিরিজ জিতলেই শীর্ষে উঠে যাবে। এমন সুবর্ণ সুযোগকে সামনে রেখে প্রস্তুতিটা ভালোই করছে টাইগাররা বলেন আফিফ, ‘একটি সিরিজের আগে আমরা লম্বা একটি সময় অনুশীলন করছি। এটা অবশ্যই পজিটিভ দিক।’
শিরোনাম
- কুড়িগ্রামে বিএনপি নেতা হুমায়ুন কবীরের বহিস্কারাদেশ প্রত্যাহার
- বগুড়ায় পুণ্ড্র ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত
- বঙ্গোপসাগরে ট্রলারসহ ২৪ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী
- দিনাজপুরে বিএনপি'র সম্ভাব্য প্রার্থীর মনোনয়ন বাতিল দাবিতে বিক্ষোভ
- সরকারি মেডিকেলে ভর্তিতে আসন কমল
- বগুড়ায় পুন্ড্র বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন
- ১১তম গ্রেড বাস্তবায়নের আশ্বাসে প্রাথমিক শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার
- বগুড়ায় ‘রাষ্ট্র সংস্কারের নবযাত্রা ও আজকের বাংলাদেশ’ শীর্ষক সভা
- ইউক্রেনের পূর্বাঞ্চলে আরও তিনটি গ্রাম দখল রাশিয়ার
- যেসব চুক্তি করতে ভারতে আসছেন পুতিন
- খাদ্য সংকটে লাখো বাংলাদেশিসহ ৪ কোটি আমেরিকান!
- সিদ্ধিরগঞ্জে বিএনপি প্রার্থীর গণসংযোগ ও লিফলেট বিতরণ
- সাবেক মেয়র আইভীকে শ্যোন অ্যারেস্ট
- দ্বিতীয় বিয়ে করলেই সাত বছরের দণ্ড, আসামে মন্ত্রিসভায় বিল পাস
- স্কুলে ভর্তি লটারিতে, আবেদন শুরু ২১ নভেম্বর
- নাইজেরিয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত অন্তত ২০০
- পুলিশ পরিচয়ে প্রতারণা, টাকা হাতিয়ে নিচ্ছে চক্র
- আশুলিয়ায় ছিনতাইকারী চক্রের ৬ সদস্য গ্রেফতার
- গাজায় সেনা পাঠাবে না আরব আমিরাত
- বাগেরহাটের চারটি সংসদীয় আসন বহাল রেখে হাইকোর্টের রায়
সুযোগ কাজে লাগাতে চান আফিফ
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর