শ্রীলঙ্কা থেকে ফিরে তামিম, মুশফিক, তাসকিনসহ ৮ ক্রিকেটার এখন হোম কোয়ারেন্টাইনে। আইপিএল থেকে ফিরে হোটেলে আইসোলেশনে রয়েছেন সাকিব, মুস্তাফিজ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকলে শ্রীলঙ্কা সিরিজের অনুশীলন ঠিকঠাক মতো করতে পারবে না। তাই বিসিবি অনুরোধ করেছিল ক্রিকেটারদের কোয়ারেন্টাইন কমাতে। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় সবুজ সংকেত দিয়েছে। ফলে ১৭ মে শুরু জাতীয় দলের অনুশীলনে সব ক্রিকেটাররাই অনুশীলন করবেন। সাকিব, তামিমসহ ১০ ক্রিকেটার ছাড়া বাকিরা এখন অনুশীলন করছেন। অনুশীলনে ক্রিকেটাররা অধিকাংশ সময়ই ফিল্ডিং করছেন। নিউজিল্যান্ডে বাজে ফিল্ডিংয়ে সমালোচিত ক্রিকেটাররা চাইছেন ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়াতে। গতকাল অনুশীলনের ফাঁকে সে কথাই জানিয়েছেন স্পিন অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব। আফিফ বলেছেন, ‘আমাদের পুরো দল খেলবে। সাকিব ভাই ও মুস্তাফিজ ভাই খেলবেন। এটা অবশ্যই একটি পজিটিভ দিক। পুরো দল যখন খেলছে, আশা করছি সিরিজটি ভালোভাবে শেষ করতে পারব।’ নিউজিল্যান্ডে সফরে গুনে গুনে ১০টি ক্যাচ মিস করেছিলেন ক্রিকেটাররা। মিস করার অদ্ভুত ব্যাখ্যা দিয়েছিলেন বাঁ হাতি স্পিনার নাসুম আহমেদ। সমালোচনার ঝড় বয়ে যায় তখন। শ্রীলঙ্কার বিপক্ষে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপেও ক্যাচ মিস করেছেন ক্রিকেটাররা। ১৬ মে ওয়ার্ল্ড কাপ সুপার লিগের তিনটি ম্যাচ খেলতে ঢাকায় আসছে শ্রীলঙ্কা। ২৩, ২৫ ও ২৮ মে ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। ঘরের মাঠে খেলা। তার উপর ওয়ার্ল্ড কাপ সুপার লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠার একটি হাতছানি রয়েছে টাইগারদের। ৯ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে সবার উপরে ইংল্যান্ড। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে পাকিস্তান। বাংলাদেশ ৬ ম্যাচে ৩ জয়ে ৩০ পয়েন্ট নিয়ে ছয়ে। যদি সিরিজ জিতে যায় শতভাগ জয়ে, তাহলে ৬০ পয়েন্ট নিয়ে সবার উপরে থাকবে। কিংবা সিরিজ জিতলেই শীর্ষে উঠে যাবে। এমন সুবর্ণ সুযোগকে সামনে রেখে প্রস্তুতিটা ভালোই করছে টাইগাররা বলেন আফিফ, ‘একটি সিরিজের আগে আমরা লম্বা একটি সময় অনুশীলন করছি। এটা অবশ্যই পজিটিভ দিক।’
শিরোনাম
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
সুযোগ কাজে লাগাতে চান আফিফ
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর