শ্রীলঙ্কা থেকে ফিরে তামিম, মুশফিক, তাসকিনসহ ৮ ক্রিকেটার এখন হোম কোয়ারেন্টাইনে। আইপিএল থেকে ফিরে হোটেলে আইসোলেশনে রয়েছেন সাকিব, মুস্তাফিজ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকলে শ্রীলঙ্কা সিরিজের অনুশীলন ঠিকঠাক মতো করতে পারবে না। তাই বিসিবি অনুরোধ করেছিল ক্রিকেটারদের কোয়ারেন্টাইন কমাতে। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় সবুজ সংকেত দিয়েছে। ফলে ১৭ মে শুরু জাতীয় দলের অনুশীলনে সব ক্রিকেটাররাই অনুশীলন করবেন। সাকিব, তামিমসহ ১০ ক্রিকেটার ছাড়া বাকিরা এখন অনুশীলন করছেন। অনুশীলনে ক্রিকেটাররা অধিকাংশ সময়ই ফিল্ডিং করছেন। নিউজিল্যান্ডে বাজে ফিল্ডিংয়ে সমালোচিত ক্রিকেটাররা চাইছেন ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়াতে। গতকাল অনুশীলনের ফাঁকে সে কথাই জানিয়েছেন স্পিন অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব। আফিফ বলেছেন, ‘আমাদের পুরো দল খেলবে। সাকিব ভাই ও মুস্তাফিজ ভাই খেলবেন। এটা অবশ্যই একটি পজিটিভ দিক। পুরো দল যখন খেলছে, আশা করছি সিরিজটি ভালোভাবে শেষ করতে পারব।’ নিউজিল্যান্ডে সফরে গুনে গুনে ১০টি ক্যাচ মিস করেছিলেন ক্রিকেটাররা। মিস করার অদ্ভুত ব্যাখ্যা দিয়েছিলেন বাঁ হাতি স্পিনার নাসুম আহমেদ। সমালোচনার ঝড় বয়ে যায় তখন। শ্রীলঙ্কার বিপক্ষে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপেও ক্যাচ মিস করেছেন ক্রিকেটাররা। ১৬ মে ওয়ার্ল্ড কাপ সুপার লিগের তিনটি ম্যাচ খেলতে ঢাকায় আসছে শ্রীলঙ্কা। ২৩, ২৫ ও ২৮ মে ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। ঘরের মাঠে খেলা। তার উপর ওয়ার্ল্ড কাপ সুপার লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠার একটি হাতছানি রয়েছে টাইগারদের। ৯ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে সবার উপরে ইংল্যান্ড। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে পাকিস্তান। বাংলাদেশ ৬ ম্যাচে ৩ জয়ে ৩০ পয়েন্ট নিয়ে ছয়ে। যদি সিরিজ জিতে যায় শতভাগ জয়ে, তাহলে ৬০ পয়েন্ট নিয়ে সবার উপরে থাকবে। কিংবা সিরিজ জিতলেই শীর্ষে উঠে যাবে। এমন সুবর্ণ সুযোগকে সামনে রেখে প্রস্তুতিটা ভালোই করছে টাইগাররা বলেন আফিফ, ‘একটি সিরিজের আগে আমরা লম্বা একটি সময় অনুশীলন করছি। এটা অবশ্যই পজিটিভ দিক।’
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
সুযোগ কাজে লাগাতে চান আফিফ
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর