বৃহস্পতিবার, ২০ মে, ২০২১ ০০:০০ টা

গ্যালারি ভর্তি দর্শক নিয়েই সামনের অ্যাশেজ

ক্রীড়া ডেস্ক

গ্যালারি ভর্তি দর্শক নিয়েই সামনের অ্যাশেজ

দর্শক হচ্ছে খেলার প্রাণ। কিন্তু করোনাভাইরাসের কারণে এক বছর থেকে দর্শক ছাড়াই চলছে ক্রিকেট। তবে সামনের অ্যাশেজ সিরিজে গ্যালারি ভর্তি দর্শক থাকবে বলে ঘোষণা দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। চলতি বছরের শেষের দিকে অ্যাশেজ সিরিজ খেলার জন্য ইংল্যান্ড দল অস্ট্রেলিয়া সফর করবে। নারী ও পুরুষ দুই সিরিজেই মাঠে দর্শক থাকবে। গতকাল এক প্রেস কনফারেন্সে এমন ঘোষণা দেওয়া হয়। ৫ ম্যাচের সিরিজ শুরু হবে ৮ ডিসেম্বর, ব্রিসবেনে। অ্যাডিলেটে একটি টেস্ট হবে দিবা-রাত্রির। বক্সিং ডে টেস্ট অনুষ্ঠিত হবে ঐতিহাসিক মেলবোর্ন স্টেডিয়ামে। ঘরের মাঠে অস্ট্রেলিয়া সব শেষ সিরিজে ভারতের বিরুদ্ধে ২-১ ব্যবধানে হেরেছে। ওই সিরিজে গ্যালারিতে দর্শক নিষিদ্ধ ছিল। তবে এবার আর দর্শকদের বঞ্চিত করতে চায় অস্ট্রেলিয়া। দেশটির ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী বলেন, ‘আমাদের বিশ্বাস, সামারে করোনা পরিস্থিতি অনেক ভালো হয়ে যাবে। সামনের অ্যাশেজ সিরিজে গ্যালারিতে দর্শকে ভর্তি থাকবে।’

সর্বশেষ খবর