শুক্রবার, ২১ মে, ২০২১ ০০:০০ টা

ইতালিয়ান কাপ জুভেন্টাসের

জুভেন্টাস ২-১ আটলান্টা

ক্রীড়া ডেস্ক

ইতালিয়ান কাপ জুভেন্টাসের

বয়স ৪৩। সতীর্থদের অনেকেই এখন অবসর কাটাচ্ছেন। অথচ জিয়ানলুইজি বুফন খেলছেন দাপটের সঙ্গে। চলতি মৌসুমেই ফুটবলকে বিদায় জানাবেন। বিদায়ী মৌসুমটা স্মরণীয় হয়ে থাকবে বিশ্বচ্যাম্পিয়ন গোলরক্ষক বুফনের। ইতালিয়ান কাপ জিতেছেন জুভেন্টাসের হয়ে। সিরি-এ জেতা হবে না তুরিনের ক্লাবটির। যদিও চলতি মৌসুমে দুটি শিরোপা জিতেছে। বুধবার রাতে ইতালিয়ান কাপ জিতেছে দলটি। রেজ্জিও মাপেইয়ের মাপেই স্টেডিয়ামে ফাইনালে জুভেন্টাসে ২-১ গোলে হারিয়েছে আটলান্টাকে।  জানুয়ারিতে ন্যাপোলিকে হারিয়ে জিতেছিল ইতালিয়ান সুপার কাপ। পরশু রাতে মৌসুমের দ্বিতীয় শিরোপা জিততে জুভেন্টাসের গোল দুটি করেন দেজান কুলুসেভস্কি ও ফেডেরিকো চিয়েসা। আটলান্টার পক্ষে একমাত্র গোলটি করেন রুসলান মালিনভস্কি। ইতালিয়ান কাপে এটা ১৪ নম্বর শিরোপা। ম্যাচ শেষে জুভেন্টাসের বহু সাফল্যের নায়ক বুফনকে আকাশে ছুঁড়ে উচ্ছ্বাসে মেতে উঠেন চিয়েসা, ক্রিস্টিয়ানো রোনালদোরা। পরশু রাতে আটলান্টার বিপক্ষে ফাইনাল ছিল চলতি মৌসুমে দুই দলের তৃতীয় মুখোমুখি।

আগের দুই লড়াইয়ের একটি ১-১ গোলে ড্র এবং আরেকটি জুভেন্টাস হেরেছিল ০-১ গোলে। টানা নবম শিরোপাজয়ী আন্দ্রে পিরলোর জুভেন্টাস শিরোপা জিততে মরিয়া হয়ে খেলতে থাকে। ৩১ মিনিটে খেলার বিপরীতে এগিয়ে যায় জুভরা। ৪১ মিনিটে সমতা আনে আটলান্টা মালিনভস্কির শটে। প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলে। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে জুভেন্টাসের শিরোপা নিশ্চিত করেন চিয়েসা দুর্দান্ত এক গোল করে।

সর্বশেষ খবর