বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১ ০০:০০ টা

তৃতীয় ওয়ানডেতে নাঈম শেখ

ক্রীড়া প্রতিবেদক

তৃতীয় ওয়ানডেতে নাঈম শেখ

৪৪ ওয়ানডে ক্যারিয়ারে সেঞ্চুরি ৩টি এবং হাফসেঞ্চুরিও তিনটি। রান ২৮.২৮ গড়ে ১১৮০। টেস্ট ক্রিকেটে ব্যাটিং করেন লেট অর্ডারে। কিন্তু সাদা বলে ওপেন করেন লিটন দাস। করোনাভাইরাসে খেলা বন্ধ হওয়ার আগে দারুণ ছন্দে ছিলেন ড্যাসিং ক্রিকেটার। প্রায় ১১ মাসের বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ ফিরলেও ছন্দ হারিয়ে ফেলেন লিটন। চলতি বছরের জানুয়ারি থেকে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে পর্যন্ত ৮ ম্যাচে শূন্য করেছেন ৩টি। সর্বোচ্চ ২৫। সবমিলিয়ে রান ১০১। ছন্দহীন এমন পারফরম্যান্সের জন্য শুক্রবার তৃতীয় ওয়ানডেতে সাজঘরে বসে থাকতে হতে পারে লিটনকে। অধিনায়ক তামিম ইকবালের সঙ্গী হিসেবে লিটনের ধারাবাহিকতা নেই বলে টিম ম্যানেজমেন্ট শেষ ওয়ানডেতে দলভুক্ত করেছেন নাঈম শেখকে। মার্চে নিউজিল্যান্ড সফরে দলে ছিলেন নাঈম। কিন্তু খেলার সুযোগ পাননি। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুই ম্যাচে সুযোগ পাননি। অবশেষে তৃতীয় ওয়ানডেতে সুযোগ পেয়েছেন বাঁ হাতি নাঈম।     

বাংলাদেশ স্কোয়াড : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, মোহাম্মদ নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান ও শরিফুল ইসলাম।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর