শনিবার, ২৯ মে, ২০২১ ০০:০০ টা

ড্র হলে যুগ্ম চ্যাম্পিয়ন

ক্রীড়া ডেস্ক

করোনাভাইরাসের জন্য টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের তারিখ বদলানো হয়নি। তবে ভেন্যু বদল হয়েছে। লর্ডস থেকে সরিয়ে সাউদাম্পটনকে বেছে নিয়েছে আইসিসি। ১৮-২৩ জুন ফাইনালে মুখোমুখি হবে বিরাট কোহলির ভারত ও কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড। একদিন রিজার্ভ ডে রাখা হয়েছে। ফাইনাল একটি। তাই গতকাল ‘প্লেয়িং কন্ডিশন’ প্রকাশ করেছে আইসিসি। জয়-পরাজয়ে এমনিতেই নির্ধারিত হবে চ্যাম্পিয়ন। কিন্তু কোনো কারণে ‘ড্র’ কিংবা ‘টাই’ হলে তখন কী হবে? যদি ড্র কিংবা টাই হয়, তাহলে ভারত ও নিউজিল্যান্ডকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে জানিয়েছে ক্রিকেটের শাসক সংস্থা।

 রিজার্ভ ডে রাখা হলেও সেটার ব্যবহার করা হবে যদি কোনো কারণে পাঁচ দিনের খেলা নষ্ট হয়, তখনই ওই ক্ষতিগুলোকে পুষিয়ে নিতেই ব্যবহার করা হবে। ম্যাচ রেফারি সময় নষ্টের বিষয়টি দুই দল এবং মিডিয়াকে নিয়মিত জানাবেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর