কাতারে পৌঁছে সু-খবর পেয়েছে বাংলাদেশ। শুক্রবার দোহা বিমান বন্দরেই জাতীয় দলের সবারই করোনা টেস্ট করা হয়। স্বস্তির খবর কেউ পজিটিভ শনাক্ত হননি। তাই গতকাল থেকেই অনুশীলনে নেমে পড়েছেন জেমি ডের শিষ্যরা। দলীয় ম্যানেজার ইকবাল হোসেন জানিয়েছেন ফুটবলারদের প্রস্তুতির কথা। বিশ্বকাপ ও এশিয়ান বাছাইয়ে ফুটবল দ্বিতীয় লেগে ‘ই’ গ্রুপে বাংলাদেশ তিনটি ম্যাচ খেলবে। ৩ জুন আফগানিস্তান, ৭ জুন ভারত ও ১৫ জুন ওমানের বিপক্ষে লড়বেন জামাল-তপু বর্মণরা। কাতারের বিপক্ষে নভেম্বরে লড়েছে বাংলাদেশ। ০-৫ গোলে বিধ্বস্ত হয়েছিল। প্রথম লেগে সল্টলেকে ভারতের বিপক্ষে ড্র করে ১ পয়েন্ট নিয়ে গ্রুপে নিচে অবস্থান করছে জামালরা।