উইম্বলডনে মেয়েদের এককের শীর্ষ বাছাই অস্ট্রেলিয়ার অ্যাশলে বার্টি এবং দ্বিতীয় বাছাই বেলারুশের অ্যারিনা সাবালেঙ্কা সেমিফাইনাল নিশ্চিত করেছেন। মঙ্গলবার দুজনেই সহজ জয় পেয়েছেন কোয়ার্টার ফাইনালে। অ্যাশলে বার্টি ৬-১, ৬-৩ গেমে হারিয়েছেন স্বদেশি আয়লা টমলিয়ানোভিচকে। অন্যদিকে অ্যারিনা সাবালেঙ্কা থামিয়ে দিয়েছেন আরব কন্যা ওনস জাবেয়ারের জয়যাত্রা। কোয়ার্টার ফাইনালে জাবেয়ারকে ৬-৪, ৬-৩ গেমে হারিয়েছেন সাবালেঙ্কা। শেষ চারের লড়াইয়ে অ্যাশলে বার্টি আজ মুখোমুখি হবেন জার্মানির মেয়ে অ্যাঞ্জেলিক কারবারের। অন্য সেমিতে মুখোমুখি হবেন অ্যারিনা সাবালেঙ্কা ও চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা প্লিসকভা। কোয়ার্টার ফাইনালে অ্যাঞ্জেলিক কারবার চেক প্রজাতন্ত্রের মেয়ে ক্যারোলিনা মুচোভাকে ৬-২, ৬-৩ গেমে হারিয়েছেন। অন্য কোয়ার্টার ফাইনালে ক্যারোলিনা প্লিসকভা ৬-২, ৬-২ গেমে হারিয়েছেন সুইজারল্যান্ডের মেয়ে ভিক্টোরিয়া গুলোবিচকে।
গত বছর উইম্বলডনের লড়াই কোর্টে গড়ায়নি করোনাভাইরাসের কারণে। অস্ট্রেলিয়ান মেয়ে অ্যাশলে বার্টির সামনে প্রথমবারের মতো টেনিসের এ মেজর টুর্নামেন্ট জয়ের সুযোগ। মেয়েদের এককে এবার উইম্বলডনে নতুন চ্যাম্পিয়ন দেখা যেতে পারে।
যে চার জন টিকে আছেন সেমিতে তাদের মধ্যে কেবল অ্যাঞ্জেলিক কারবারই উইম্বলডন জয় করেছেন (২০১৮)। এবার সেমিফাইনালে এ জার্মান মেয়ে মুখোমুখি হবেন বার্টির।