সোমবার, ১৯ জুলাই, ২০২১ ০০:০০ টা

অনুশীলনে রোমান সানা

অনুশীলনে রোমান সানা

কমনওয়েলথ ও এশিয়ান গেমসে বাংলাদেশের সোনা জয়ের রেকর্ড রয়েছে। কিন্তু অলিম্পিক গেমসে পদক জেতাটাই স্বপ্ন থেকে যাচ্ছে। ১৯৮৪ সাল থেকে অলিম্পিকে পদকের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে বাংলাদেশের প্রতিযোগীরা। প্রতিবারই হিটে আউট। এবার টোকিও অলিম্পিকে আশা অন্যরকম। চার ডিসিপ্লিন অ্যাথলেটিকস, সাঁতার, শুটিং ও আর্চারিতে ৬ প্রতিযোগী খেলবেন। যত আশা আর্চার রোমান সানাকে ঘিরে। নেদারল্যান্ড বিশ্বকাপে রিকার্ভ এককে তিনি ব্রোঞ্জ জেতেন। ফ্রান্স বিশ্বকাপে দিয়া সিদ্দিকীকে সঙ্গী করে মিশ্র দলগত ইভেন্টে রৌপ্য জেতেন। তার বিশ্বকাপের পারফরম্যান্সই স্বপ্ন দেখাচ্ছে বাংলাদেশকে। দুই আর্চার ইতিমধ্যে টোকিওতে অবস্থান করছেন। তীর ছুড়ার অনুশীলনেও নেমে পড়েছে। ২৪ জুলাই অলিম্পিকে আর্চারি ইভেন্ট শুরু হয়ে যাবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর