শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১ ০০:০০ টা

শেখ জামালের গোল উৎসব

২০ ম্যাচে ১৯ গোল দিয়ে এগিয়ে ছিলেন রবসন। এখন ২০ গোল নিয়ে সবার ওপরে ওমর।

ক্রীড়া প্রতিবেদক

শেখ জামালের গোল উৎসব

ওমর জোবে

আগের ম্যাচে বসুন্ধরা কিংসের কাছে হেরে পেশাদার লিগে শিরোপার শেষ আশাটাও শেষ হয়ে যায় শেখ জামাল ধানমন্ডি ক্লাবের। তবে রানার্স-আপ হওয়ার উজ্জ্বল সম্ভাবনা আছে তাদের। গতকাল তারা একতরফা ম্যাচ খেলে পুরো ৩ পয়েন্ট সংগ্রহ করেছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত দেশের মর্যাদাকর ফুটবল আসরে তিনবারের চ্যাম্পিয়নরা ৫-১ গোলে হারিয়েছে উত্তর বারিধারাকে। জয়ের নায়ক ছিলেন ওমর জোবে। হ্যাটট্রিকসহ একাই চার গোল করেন। এতে তিনি বসুন্ধরা কিংসের রবসনকে পেছনে ফেললেন। ২০ ম্যাচে ১৯ গোল দিয়ে এগিয়ে ছিলেন রবসন। এখন ২০ গোল নিয়ে সবার ওপরে ওমর।

১৫ ও ২৬ মিনিটে ২ গোল করে শেখ জামালকে এগিয়ে রাখেন ওমর জোবে। ৩৩ মিনিটে বারিধারার অধিনায়ক সুমন রেজা ব্যবধান কমান। কিন্তু ৭০ মিনিটে সুলেমান সিল্লাহ গোল করলে শেখ জামালকে ঠেকানো যায়নি। ৭৪ মিনিটে জোবে হ্যাট্রিক পূরণ করেন। ৯৩ মিনিটে নিজের চতুর্থ ও দলের শেষ গোলটি করেন তিনি। ২০ ম্যাচে ৪২ পয়েন্টে জামাল দ্বিতীয় ও ৪০ পয়েন্টে ঢাকা আবাহনী তৃতীয় স্থানে আছে।

এদিকে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস দ্বিতীয় শ্রেণীর দল নিয়েও ১-০ গোলে আরামবাগকে হারায়। ৮৮ মিনিটে বিপলু গোলটি করেন। ২১ ম্যাচে কিংসের সংগ্রহ ৫৮ পয়েন্ট।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর