সোমবার, ১৬ আগস্ট, ২০২১ ০০:০০ টা

শ্রদ্ধাঞ্জলি

ক্রীড়া প্রতিবেদক

শ্রদ্ধাঞ্জলি

জনপ্রিয় দুই ক্লাব শেখ রাসেল ও শেখ জামাল ধানমন্ডি দিনভর কর্মসূচিতে জাতীয় শোক দিবস পালন করে

যথাযোগ্য মর্যাদার সঙ্গে ক্রীড়াঙ্গনে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। বিভিন্ন ক্লাব পবিত্র কোরআন খতম, ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিত্বে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, বনানী কবরস্থানে শহীদদের কবর জিয়ারত, দোয়া মাহফিল ও দুস্থদের মধ্যে তবারক বিতরণ করে। জনপ্রিয় ক্লাব শেখ রাসেল ক্রীড়াচক্রের পরিচালকরা বনানীতে কবর জিয়ারতের মধ্যে দিয়ে তাদের কর্মসূচি শুরু করেন। সোবহানবাগ জামে মসজিদ ও ক্লাব প্রাঙ্গণে দোয়া মাহফিল ও দুস্থদের মধ্যে তবারক বিতরণ করে বঙ্গবন্ধু কনিষ্ঠপুত্রের নামকরণের জনপ্রিয় ক্লাবটি। সদস্যসচিব ইসমত জামিল আখন্দ লাভলু, পরিচালক (ক্রীড়া) সালেহ জামান সেলিমসহ অন্যরা এসব কর্মসূচিতে অংশ নেন।

দেশের আরেক জনপ্রিয় ক্লাব শেখ জামাল ধানমন্ডিও বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে শ্রদ্ধা নিবেদন, বনানীতে কবর জিয়ারত, ক্লাবে কোরআন খতম, দোয়া মাহফিল ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ করে। গভর্নিং বডির চেয়ারম্যান মনজুর কাদের, সাধারণ সম্পাদক ফায়েজুর রহমান, আশরাফ উদ্দিন আহমেদ চুন্নুসহ আরও অনেকে কর্মসূচিতে শরিক হন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড জাতীয় শোক দিবসে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনসহ বোর্ডের অন্য পরিচালকরা উপস্থিত ছিলেন। সম্মিলিত ক্রীড়া পরিবারের সদস্যসচিব ফজলুর রহমান বাবুলের নেতৃত্বে ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে শ্রদ্ধাঞ্জলি ও বনানীতে কবর জিয়ারত করে। ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডানও জাতীয় শোক দিবসে বিভিন্ন কর্মসূচির আয়োজন করে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর