বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা
বাংলাদেশ নিউজিল্যান্ড চতুর্থ টি-২০ আজ

সতর্ক হয়ে মাঠে নামছেন টাইগাররা

ক্রীড়া প্রতিবেদক

সতর্ক হয়ে মাঠে নামছেন টাইগাররা

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টানা তিন ম্যাচেই দুর্দান্ত বোলিং করেছেন টাইগার বোলাররা। ব্যাটসম্যানরাও ভালোই করছিলেন। কিন্তু তৃতীয় ম্যাচে যেন হঠাৎ পথ হারিয়ে ফেলেন ব্যাটসম্যানরা। তারপর ৫২ রানের বিশাল হার।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আজ সিরিজের চতুর্থ ম্যাচ খেলতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামছে বাংলাদেশ। জিতলেই নিশ্চিত হয়ে যাবে সিরিজ। এ ম্যাচে আর কোনো ভুল করতে চান না টাইগাররা। আজ জিতেই সিরিজ নিশ্চিত করতে চায় স্বাগতিকরা।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আগের টি-২০ সিরিজে বাংলাদেশ জিতেছিল ৪-১ ব্যবধানে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একই ব্যবধানে জয়ের সম্ভাবনা আছে। সিরিজে এখন ২-১ ব্যবধানে এগিয়ে টাইগাররা। সিরিজ জয়ের জন্য আর অপেক্ষা করতে চাচ্ছেন না মাহমুদুল্লাহরা। আজই ব্যবধান ৩-১ করতে মরিয়া টিম বাংলাদেশ!

তবে হুমকি দিয়ে রেখেছে নিউজিল্যান্ডও। এখনো সিরিজ তাদের হাতছাড়া হয়ে যায়নি। আগের ম্যাচে টাইগারদের উড়িয়ে দেওয়ার পর আত্মবিশ্বাসও বেড়ে গেছে। তাদের বাম হাতি স্পিনার এজাজ প্যাটেল ধসিয়ে দিয়েছেন বাংলাদেশের ইনিংস। তিনি একাই নিয়েছিলেন মেহেদী হাসান, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ ও আফিফ হোসেনের উইকেট। কিউই পেসাররাও দারুণ বোলিং করেছেন। এই ম্যাচেও জয়ের ধারাবাহিকতা রাখতে বদ্ধপরিকর কোচ গ্লেন পোকন্যাল। তিনি বলেন, ‘আমাদের সামনে একটা সুযোগ সৃষ্টি হয়েছে। অনেক কিছুই পাওয়ার আছে এখানে। যদি এই ম্যাচ জিততে পারি তাহলে সিরিজে ২-২ হবে। তারপর দেখা যাবে শেষ ম্যাচে কি হয়! ছেলেরা দারুণ প্রস্তুতি নিয়েছে।’

তবে তৃতীয় ম্যাচে হারার পর বাংলাদেশ যে পাল্টা জবাব দিতে পারে সে বিষয়েও সতর্ক কিউই কোচ। তিনি বলেন, ‘দেশের মাটিতে সব দলের বিরুদ্ধেই তাদের (বাংলাদেশের) দারুণ রেকর্ড আছে। এমন নয় যে, এটা কেবল আমাদের বিরুদ্ধেই। তারা দারুণভাবে ম্যাচে ফেরার চেষ্টা করবে। তবে পাল্টা আক্রমণের জন্য আমরাও প্রস্তুত। আগুনের জবাব আগুন দিয়েই দিতে চাই। আমরা লড়াইয়ের জন্য মুখিয়ে আছি।’

তৃতীয় ম্যাচে ব্যাটিং ব্যর্থতার জন্য হারলেও টাইগারদের শুরুটা কিন্তু ভালোই হয়েছিল। ওপেনার লিটন বলেন, ‘এই উইকেটে রান করা কঠিন। চার বা ছক্কা হাঁকানো মোটেও সহজ নয়। তাই সিঙ্গেলসের দিকে বেশি নজর দিতে হবে। আমাদের ‘রানিং বিটউইন দ্য উইকেট’ বাড়াতে হবে। আমাদেরকে আরও সেন্সিবল ক্রিকেট খেলতে হবে।’

আগের ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৭৬ রানে অলআউট হওয়ার পরও ব্যাটিং নিয়ে কোনো সমস্যা চোখে পড়েনি বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর কাছে। তৃতীয় ম্যাচের পর তিনি বলেছিলেন, ‘আমার মনে হয় না ব্যাটিং অ্যাপ্রোচে কোনো সমস্যা ছিল। আমরা প্রয়োজনীয় রানরেটের চেয়ে এগিয়ে থাকতে চেয়েছিলাম। কারণ, পিছিয়ে পড়লেই পরে কাজটা কঠিন হয়ে যায়। আমরা তাই ইতিবাচক শুরু করতে চেয়েছিলাম। তবে দুর্ভাগ্যজনকভাবে আমরা শুরুতে এবং পরে গুচ্ছাকারে উইকেট হারিয়েছি। নতুন ব্যাটসম্যানের জন্য এসেই শট খেলা কঠিন। আমার মনে হয় এটাই হয়েছে।’

অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও বাংলাদেশ এক ম্যাচ হেরেছিল। কিন্তু পরের ম্যাচেই দাপটের সঙ্গে আবার ফিরেও এসেছিল। টাইগারদের বিশ্বাস, নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের বাকি দুই ম্যাচেও দাপট দেখাবে বাংলাদেশ। তবে শেষ ম্যাচ নিয়ে আগেই কিছু ভাবতে চান না মাহমুদুল্লাহ। তার এখন একটাই লক্ষ্য, আজকের এই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করা। তবে আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে সতর্ক হয়েই মাঠে নামছে টিম বাংলাদেশ।

সর্বশেষ খবর