রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

গভীর রাতে ঢাকায় ফিরেছেন জামালরা

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ জাতীয় ফুটবল দল কিরগিজস্তান গিয়েছিল আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি নিতে। সেখানে তিন জাতির একটি ফুটবল টুর্নামেন্টে অংশ নিয়েছে দলটা। খেলেছে একটি প্রীতিম্যাচও। তবে কোনোটাতেই ভালো ফল নিয়ে মাঠ ছাড়তে পারেননি জামাল ভূঁইয়ারা। টানা তিন পরাজয় নিয়েই শুক্রবার গভীর রাতে দেশে ফিরেছে লাল-সবুজের জার্সিধারীরা।

কথা ছিল, শুক্রবার বিকালেই ঢাকায় ফিরবেন ফুটবলাররা। তবে ফ্লাইট সূচির জটিলতায় বেশ দেরি করে দেশে পৌঁছান জামালরা। কিরগিজস্তানে ফিলিস্তিনের কাছে ২-০ গোলে হারের মধ্যদিয়ে যাত্রা করে বাংলাদেশ। এরপর কিরগিজস্তানের কাছে পরাজয় স্বীকার করে ৪-১ ব্যবধানে। এমনকি কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলের কাছেও হেরে যায় কোচ জেমি ডে’র শিষ্যরা (৩-২)। তবে এ পরাজয়ের পরও বেশ আশাবাদী বাংলাদেশের ফুটবলাররা। গোলরক্ষক মিতুল বলেন, ‘আমরা সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির জন্যই কিরগিজস্তান গিয়েছিলাম। সেখানে আমরা ভালো করার চেষ্টা করেছি।’ কিরগিজস্তানে যেসব ভুল হয়েছে সেগুলো দ্রুতই শুধরে নিতে চান মিতুলরা।

ঢাকায় ফিরে ফুটবলাররা নিজ নিজ ক্লাবে যোগ দিয়েছেন। ফুটবলাররা অবশ্য শিগগিরই ক্যাম্পে যোগ দিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের জন্য প্রস্তুতি নিতে চান। অক্টোবরে (১-১৬) মালদ্বীপের রাজধানী মালেতে অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপ। দক্ষিণ এশিয়ান ফুটবলের সেরা এ টুর্নামেন্টে বাংলাদেশ ছাড়াও অংশ নিবে ভারত, নেপাল, শ্রীলঙ্কা ও স্বাগতিক মালদ্বীপ। পাঁচটি দল হওয়ায় রাউন্ড রবিন পদ্ধতিতে অনুষ্ঠিত হবে গ্রুপ পর্ব। পয়েন্ট তালিকার সেরা দুই দল খেলবে ফাইনাল।

 টুর্নামেন্টের ফাইনালে খেলতে হলে চার ম্যাচের মধ্যে অন্তত তিনটিতে জিততে হবে বাংলাদেশকে। এর আগে বাংলাদেশ শেষবার সাফ চ্যাম্পিয়নশিপে ফাইনাল খেলেছে ২০০৫ সালে। পাকিস্তানে অনুষ্ঠিত সেই ফাইনালে ভারতের কাছে হেরেছিল লাল-সবুজের জার্সিধারীরা।

সর্বশেষ খবর