মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

জকোভিচের স্বপ্ন ভেঙে প্রথম গ্র্যান্ডস্লাম মেদভেদেভের

ক্রীড়া ডেস্ক

জকোভিচের স্বপ্ন ভেঙে প্রথম গ্র্যান্ডস্লাম মেদভেদেভের

নোভাক জকোভিচ বড় আশা নিয়ে খেলতে নেমেছিলেন আর্থার অ্যাশ স্টেডিয়ামের টেনিস কোর্টে। লক্ষ্য ছিল, গ্র্যান্ডস্লাম জয়ের হিসেবে রজার ফেদেরার ও রাফায়েল নাদালকে ছাড়িয়ে যাওয়া। পাশাপাশি ক্যালেন্ডার স্লাম জিতে রেকর্ডবুকে স্থান করে নেওয়া। কিন্তু কোনোটাই হলো না। ২৫ বছরের রাশিয়ান তারকা ড্যানিল মেদভেদেভ জকোভিচের স্বপ্ন ভেঙে দিলেন। ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম ট্রফি জয় করেছেন তিনি। ইউএস ওপেনের ফাইনালে জকোভিচকে হারিয়েছেন ৬-৪, ৬-৪, ৬-৪ গেমে।

গত ফেব্রুয়ারিতেও গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয়েছিলেন নোভাক জকোভিচ ও ড্যানিল মেদভেদেভ। অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে সেবার তিন সেটের লড়াইয়ে জয় পেয়েছিলেন জকোভিচ। তারই বদলা নিলেন মেদভেদেভ! সে যাই হোক, ক্যারিয়ারের সেরা সময় পাড় করছেন তিনি। মারাত সাফিনের পর প্রথম রাশিয়ান হিসেবে পুরুষ এককে গ্র্যান্ড স্লাম জিতলেন মেদভেদেভ। ২০০৫ সালে মারাত সাফিন জয় করেছিলেন অস্ট্রেলিয়ান ওপেন। এরপর রাশিয়ানদের মধ্যে কেবল মারিয়া শারাপোভাই গ্র্যান্ড স্লাম জয় করেছেন। ইউএস ওপেনের হিসেব করলে সময়ের ব্যবধান আরও অনেক বেড়ে যায়। ২০০০ সালে প্রথম রাশিয়ান হিসেবে ইউএস ওপেনে পুরুষ এককের ট্রফি জয় করেন মারাত সাফিন। এরপর ড্যানিল মেদভেদেভ।

ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডস্লাম জয় করে বক্তব্যের শুরতেই জকোভিচের কাছে ক্ষমা চাইলেন ড্যানিল মেদভেদেভ। তিনি বলেন, ‘সমর্থক এবং নোভাকের কাছে ক্ষমা চাইছি। আমরা সবাই জানতাম, সে কী অর্জন করতে চেয়েছিল।’

সর্বশেষ খবর