এশিয়া কাপ রাইজিং স্টারস চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ‘এ’ দল সেমিফাইনাল নিশ্চিত করেছে। প্রথম দুই ম্যাচে হংকং ও আফগানিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে জয় পান আকবর আলিরা। হংকংকে ৮ উইকেটে এবং আফগানিস্তানকে ৮ উইকেটে পরাজিত করে বাংলাদেশ। দুই ম্যাচেই রানরেট অনেক বাড়িয়ে নেন আকবর আলিরা। সেমিফাইনাল অনেকটাই নিশ্চিত হয়ে গিয়েছিল। গ্রুপ পর্বে বাংলাদেশ নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৬ রানে হেরে যায়। ‘এ’ গ্রুপে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান দুটি করে জয় নিয়ে চার পয়েন্ট করে সংগ্রহ করে। তবে রানরেটে এগিয়ে থাকায় সেমিফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। আজ প্রথম সেমিফাইনালে ভারত ‘এ’ দলের মুখোমুখি হবে বাংলাদেশ ‘এ’ দল। অন্যদিকে পাকিস্তান শাহিনস খেলবে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে। কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত হচ্ছে এ টুর্নামেন্ট।