রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

বাড়ি ফিরে বাবার সঙ্গে খুনসুটি

ক্রীড়া ডেস্ক

বাড়ি ফিরে বাবার সঙ্গে খুনসুটি

এমা রাডুকানু

গত উইম্বলডনের চতুর্থ রাউন্ডে শ্বাসকষ্ট অনুভব করায় নিজেকে ম্যাচ থেকে সরিয়ে নিয়েছিলেন ব্রিটিশ মেয়ে এমা রাডুকানু। এরপর তাকে নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়েন দাদু নিকুলিনা। এমার বাবা-মাকে কঠোর ভাষায় জানিয়ে দেন, আর কোর্টে নামতে হবে না এমাকে। খ্যাতি আর সম্পদের চেয়েও বেশি জরুরি সুস্বাস্থ্য। কিন্তু এমার বাবা-মা দাদুর কথায় কান দেননি। এমাও মরিয়া ছিলেন নিজের স্বপ্ন পূরণ করতে। ইউএস ওপেনে খেলতে গিয়ে ঝড় তোলেন তিনি। একে একে ফেবারিটরা বিদায় নিয়েছেন আর এমা রাডুকানু নতুন তারকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

মার্কিন যুক্তরাষ্ট্র জয় করে এমা বাড়ি ফিরেছেন। মায়ের কাছে ফিরে টিভিতে রিপ্লে দেখেছেন নিজেরই ম্যাচের। এরপর ব্রিটিশ মিডিয়াকে বলেছেন, ‘আমি আবারও ফাইনাল ম্যাচটা দেখেছি। ম্যাচের প্রতিটা মুহূর্তই আমি উপভোগ করেছি। এটা এমন এক অনুভূতি যা পুরোপুরি ব্যাখ্যা করা খুবই কঠিন।’ নিজেরই ম্যাচ দেখতে গিয়ে প্রচণ্ড চাপ অনুভব করেছেন এমা। তিনি বলেছেন, ‘আমি জানতাম ম্যাচের ফলাফল কী হবে। তারপরও খুবই উত্তেজনা অনুভব করেছি।’ রাডুকানু সামনের মাসে ইন্ডিয়ান ওয়েলস টুর্নামেন্টে আবার কোর্টে নামতে পারেন।

সর্বশেষ খবর