শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

৩৮ সদস্যের যুব দল ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক

সাফ চ্যাম্পিয়নশিপের জন্য প্রস্তুত হচ্ছে জাতীয় দল। এরই মধ্যে ঘোষণা করা হলো এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়া কাপ বাছাইপর্বের প্রাথমিক দল। গতকাল ৩৮ সদস্যের দল ঘোষণা করা হয়। ২৫ সেপ্টেম্বর আবাহনী মাঠে এই দলের ক্যাম্প শুরু হবে। জাতীয় দলের ম্যানেজার সত্যজিৎ দাশ রূপুর কাছে রিপোর্ট করবেন ফুটবলাররা। জাতীয় দলের ক্যাম্পে থাকা ফুটবলারদের মধ্যে ১২ জন আছেন যুব দলে। তারা মালদ্বীপ থেকে ফিরে ক্যাম্পে যোগ দেবেন। বর্তমানে সাফ চ্যাম্পিয়নশিপের জন্য চলমান ক্যাম্পে আছেন তারা। ১ অক্টোবর থেকে শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপ।

যুব দলের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে দেশীয় কোচ মারুফুল হকের কাঁধে। গতকাল বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেন, ‘মারুফুলকে আমরা নিয়েছি যুব দলের জন্য। শিগগিরই তাকে নিয়োগের ঘোষণা দেওয়া হবে।’ আনুষ্ঠানিক ঘোষণা না এলেও মারুফুলকে নিয়েই জাতীয় দলের অনুশীলন পর্যবেক্ষণ করেছেন বাফুফে সভাপতি। যুব দল আগামী ২১ অক্টোবর কুয়েতের উদ্দেশে ঢাকা ছাড়বে। সেখানে সৌদি আরব, উজবেকিস্তান ও স্বাগতিক কুয়েতের মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। ২৭ অক্টোবর কুয়েতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বাছাইপর্ব মিশন। এরপর ২৯ অক্টোবর উজবেকিস্তান ও ৩১ অক্টোবর সৌদি আরবের মুখোমুখি হবে যুব দল। প্রতিপক্ষ সবাই বাংলাদেশের চেয়ে ফিফা র‌্যাঙ্কিংয়ে অনেকটাই ওপরে। তবে যুব দলের খেলা বলেই আশার আলো দেখতে পাচ্ছেন অনেকে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর