শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

তারিক-কিংসলে বসুন্ধরা কিংসেই থাকছেন

ক্রীড়া প্রতিবেদক

নতুন মৌসুমে ঘর গুছিয়ে নিয়েছে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। সামনে তাদের ফেডারেশন কাপ ও পেশাদার লিগে হ্যাটট্রিক শিরোপার সুযোগ। স্থানীয় সেরা ফুটবলারদের ধরে রাখার পাশাপাশি ফিনল্যান্ড প্রবাসী তারিক কাজীর সঙ্গে চুক্তি বাড়িয়েছে টিম ম্যানেজমেন্ট। বাংলাদেশের নাগরিকত্ব পাওয়া নাইজেরিয়ান এলিটা কিংসলেও থাকছেন। দুবাই থেকে আসা প্রবাসী ওবায়ুদর রহমান নবাব ও ইংল্যান্ড প্রবাসী মাহাদী হাসান খানও নতুন মৌসুমে কিংসের জার্সি গায়ে জড়াবেন। ঢাকা আবাহনীর সোহেল রানার দেখা মিলবে চ্যাম্পিয়ন দলে। বিদেশিদের মধ্যে ইরানের ডিফেন্ডার খালিদ শাফি, ব্রাজিলের রবসন রবিনহো ও জনাথন ফার্নান্দেজও থাকছেন। তবে নতুন মৌসুমে নতুন চমক দেখানোর অপেক্ষায় রয়েছে কিংস। বিশ্বকাপে ব্রাজিলের হয়ে নামা এক ফুটবলারের সঙ্গে আলাপ চলছে। দুই পক্ষের আলোচনা সফল হলে তাঁকে দেখা যাবে। অবশ্য কিংস ম্যানজমেন্ট সরাসরি এ নিয়ে মুখ খুলতে নারাজ।

সর্বশেষ খবর