মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

আর্জেন্টিনার জয় ব্রাজিলের হোঁচট

ক্রীড়া ডেস্ক

আর্জেন্টিনার জয় ব্রাজিলের হোঁচট

বার্সেলোনার হয়ে জুরি বেঁধে বহু ম্যাচ জিতিয়েছেন লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। ছয়বারের বিশ্বসেরা ফুটবলার মেসি প্রতিনিধি দুইবারের সাবেক বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার। সুয়ারেজ দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের। গতকাল সকালে দুই বন্ধু ও এক সময়কার সতীর্থ মেসি ও সুয়ারেজ পরস্পরের প্রতিপক্ষ হয়ে খেলতে নেমেছিলেন বুয়েন্স আইরিশের রিভারপ্লেট স্টেডিয়ামে। বিশ্বকাপ ফুটবলের দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাই পর্বের ম্যাচে মেসির আর্জেন্টিনা পাত্তাই দেয়নি সুয়ারেজের উরুগুয়েকে। ৩-০ গোলে উড়িয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানটি শক্ত করেছে আরও জোরালোভাবে। ২০১২ সালের পর পুনরায় উরুগুয়ের বিপক্ষে ফের ৩-০ গোলে জয় পেয়েছে আলবিসেলেস্তারা। বাছাইপর্বে এটা মেসিদের এটা ৬ নম্বর জয়। ১০ ম্যাচে লিওনেল স্কালোনির পয়েন্ট ৬ জয় ও ৪ ড্রয়ে ২২। হেরে উরুগুয়ের পয়েন্ট ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে চারে। আরেক ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এই প্রথম পয়েন্ট হারিয়েছে বিশ্বকাপ বাছাইপর্বে। টানা ৯ জয়ের পর গতকাল ড্র করেছে কলম্বিয়ার সঙ্গে। এই ড্রয়ে পয়েন্ট খোয়ালেও ১০ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে সবার উপরে নেইমাররা। আগের ম্যাচে পিছিয়ে থেকেও ভেনেজুয়েলাকে হারিয়েছিল তিতের ব্রাজিল। সমান ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে তিনে ইকুয়েডর। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের আটকে কলম্বিয়ার পয়েন্ট ১৫। আগের ম্যাচে প্যারাগুয়ের জমাট রক্ষণ ভাঙতে পারেননি মেসিরা। ড্র করেছিলেন। সেই ধাক্কা সামলে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের বিপক্ষে জয় পায় স্কালোনির শিষ্যরা।

 দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের বাছাই পর্বে ছয় নম্বর জয়ে গোল তিনটি করেন মেসি, রদ্রিগো দে পল ও লাউতারো মার্টিনেজ। ম্যাচে পূর্ণ নিয়ন্ত্রণ ছিল স্বাগতিকদের। ম্যাচে বল দখলের লড়াইয়ে ৬২ শতাংশ ছিল মেসিদের। গোলের জন্য স্কালোনির শিষ্যরা টার্গেট করেন ২৩টি। যার ১০টি ছিল বার পোস্টে। উরুগুয়ে ১০ টার্গেটে ৬টি করে গোলবারে। 

সর্বশেষ খবর